জুমবাংলা ডেস্ক : তিন হাসপাতাল ঘুরেও চিকিৎসা না পাওয়ায় মারা গেছে দুই নবজাতক। মৃত্যু দুই নবজাতকের মরদেহ নিয়ে, ন্যায় বিচার চাইতে হাইকোর্টে বাবা।
বিষয়টি আমলে নিয়েছেন আদালত। এ বিষয়ে মুগদা ইসলামীয়া হাসপাতাল, শিশু হাসপাতাল ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালকে ব্যাখ্যা দিতে বলেছেন আদালত। সোমবার (২ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের বেঞ্চ এই আদেশ দেন।
জানা যায়, সুপ্রিম কোর্টের কর্মচারী আবুল কালামের স্ত্রী জমজ দুই সন্তানের জন্ম দেন। অসুস্থ হওয়ায় নবজাতকদের নিয়ে তিনটি হাসপাতালে যান পিতা। কিন্তু একটিতেও চিকিৎসা মেলেনি বলে অভিযোগ তার। পরে, দুই সন্তানের মরদেহ নিয়ে হাইকোর্টে আসেন বাবা আবুল কালাম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।