আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি ভারতের মধ্যপ্রদেশের সিধি জেলায় এক মা তার ৬ বছরের সন্তানকে চিতাবাঘের মুখ থেকে বাঁচিয়ে এনেছেন। ওই মায়ের নাম কিরণ বেগা। ঘটনার দিন সন্ধ্যার দিকে নিজের বাচ্চার সঙ্গে কাজ করছিলেন তিনি। তার স্বামী শঙ্কর বেগা কোনও কাজের জন্য বাড়ির বাইরে গিয়েছিলেন। কিরণের কোলে শিশুটি বসেছিল। তখনই এমন ঘটনা ঘটে।
গত রোববার সন্ধ্যা সাতটার দিকে কিরণ বেগা নিজের বাচ্চার সঙ্গে কাজ করার সময় একটি চিতাবাঘ ৬ বছরের ছেলেকে উঠিয়ে নিয়ে গিয়েছিল। মা টের পেয়ে সেই চিতাবাঘের পেছনে এক কিলোমিটার অবধি ধাওয়া করেন। অতঃপর চিতাবাঘের থেকে সন্তানকে ছিনিয়ে নিতে সক্ষম হন তিনি। যদি তিনি চিতাবাঘের পিছু না ছুটতেন তাহলে ঘটে যেতে পারত ভয়াবহ দুর্ঘটনা।
তবে চিতাবাঘের সঙ্গে সংঘাতে মারাত্মক আঘাতপ্রাপ্ত হন দুজনই। তারা এখন স্থানীয় কুসমী সরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
তিনি গণমাধ্যমকে বলেন, জঙ্গলে বাঘটিকে নানাভাবে ভয় দেখানোর চেষ্টা করেন কিরণ। বাঘের কাছে গিয়ে ছেলেকে ছিনিয়ে আনার চেষ্টা করতেই কিরণের ওপর হামলা চালায় বাঘটি। কিন্তু পাল্টা লাঠি দিয়ে আঘাত করতেই কিরণ এবং তার ছেলেকে ছেড়ে দিয়ে অন্ধকারে চলে যায় চিতাবাঘটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।