বিনোদন ডেস্ক: চট্টগ্রামে গত বছর নির্বাচনের প্রচারণায় অংশ নিয়েছিলেন চিত্রনায়ক রিয়াজ। ওই দিন এয়ারপোর্ট থেকে নেমে মেরিন ড্রাইভ সড়ক দিয়ে যাওয়ার সময় এটি তার বেশ ভালো লাগে। নিজের দেশে এমন সড়ক দেখে গর্ব করে রিয়াজ বলেছিলেন, ‘এটি বাংলাদেশের নয়, ইউরোপের কোনো রাস্তা।’ এরপর থেকে ‘ইউরোপ’ যেন পিছু ছাড়ছে না তার।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো ছবি বা বক্তব্য প্রকাশ করলেই সেখানেই তাকে নিয়ে ট্রল করছে অনেকেই। আর তাদের কথায় বারবার উঠে আসছে ‘ইউরোপ’ ও ‘সিঙ্গাপুর’র কথা।
চলতি বছর মে মাসে বিশাল আকৃতির কাতল মাছ শিকার করেন রিয়াজ। সেই ছবি তিনি প্রকাশ করেন ফেসবুক। সেখানেও একদল মেতেছিল হাসিঠাট্টায়। কেউ আবার বড়শিতে এত বড় ও ওজনের মাছ ধরা নিয়েও সংশয় প্রকাশ করেছে।
গত ২২ জুন শিল্পী সমিতির পক্ষ থেকে রিয়াজ গিয়েছিলেন সিলেট ও সুনামগঞ্জে। সেখানে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন তিনি। সঙ্গে ছিলেন সমিতির সাধারণ সম্পাদক নিপুণ, সাইমন, জেসমিনসহ আরও অনেকে। অনেকেই এই কাজের অনুপ্রেরণা দিলেও একটি মহল মেতেছিল হাসিঠাট্টায়। এর প্রমাণ মেলে তার ছবির মন্তব্যের ঘরে।
জয়নার আবেদিন নামের একজন লিখেছেন, ‘মামা রাস্তা কি আমেরিকা ইউরোপ মনে হয়।’
মোরশেদ আলম তুষাল লিখেছেন, ‘আরে এটা ইউরোপের নায়ক রিয়াজ নাকি।’
মো. আরিফুল হক লিখেছেন, ‘আপনাকে চট্টগ্রাম সিঙ্গাপুরে অভিনন্দন।’
হোসেন মাহমুদ নামের একজন লিখেছেন, ‘ইউরোপে এত গরিব আসল কোথা থেকে?’ এমন অসংখ্য নেতিবাচক মন্তব্য আছে তার ছবিগুলো ঘিরে।
শুধু তাই নয়, গত ১৪ জুন পদ্মা সেতুর একটি ছবি প্রকাশ করেন রিয়াজ। স্বপ্নের এই সেতুকে ঘিরে মানুষের আবেগ ও ভালোবাসা জড়িয়ে আছে। কিন্তু এখানেও চিত্রনায়ককে ছাড় দেয়নি অনেকেই। রিয়াজ পদ্মা সেতুর একটি ছবি প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন, ‘Dream comes true…’। তার এই কথা নিয়েও হয়েছে নানা ট্রল।
সবুজ আদনান নামের একজন লিখেছেন, ‘ইউরোপ চট্টগ্রাম এর পক্ষ থেকে আপনাকে অভিনন্দন।’
জিএম নিলয় লিখেছেন, ‘ইউরোপের কোনো ব্রিজ হবে।’
আনিকা হিমি লিখেছেন, ‘ইউরোপের কোনো সেতু।’
মোহাম্মদ আলী লিখেছেন, ‘এই পদ্মা দিয়ে ইউরোপ যাওয়া যাবে।’
এসএম জাকির হোসেন লিখেছেন, ‘ইউরোপের ছিদ্রনায়ক! এ সেতু থেকে সিঙ্গাপুর হয়ে ইউরোপ যাওয়া যাবে! আহা…।’ এমন অসংখ্য মন্তব্য আছে তার পোস্টে।
সবশেষে বলা যায়, চট্টগ্রামে নির্বাচনে ঘিরে চিত্রনায়ক রিয়াজের মন্তব্য ‘চিটাগাংয়ের যে রাস্তা দিয়ে আমরা এসেছি, মনে হয়নি বাংলাদেশের রাস্তা। মনে হয়েছে ইউরোপের কোনো রাস্তা।’ এরপর থেকেই ‘ইউরোপ’ কথাটি যেন জুড়ে গেছে চিত্রনায়ক রিয়াজের ফেসবুকে। তার প্রকাশিত ছবি বা কাজ যাই প্রকাশ হয় না কেন, সেখানে একদল ইউরোপ নিয়ে ট্রল করছেন। বিষয়টি নিয়ে এরই মধ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন এই অভিনেতা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।