Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home চিত্রনায়িকা পপি বিয়ে করেছেন, মা হয়েছেন; সব ছেড়ে এখন পুরোদমে সংসারী!
বিনোদন

চিত্রনায়িকা পপি বিয়ে করেছেন, মা হয়েছেন; সব ছেড়ে এখন পুরোদমে সংসারী!

Sibbir OsmanJanuary 19, 20222 Mins Read
Advertisement

বিনোদন ডেস্ক: বিগত প্রায় এক বছরের বেশি সময় ধরে চিত্রনায়িকা পপি’র কোনো সংবাদ পাওয়া যাচ্ছে না। তিনি কোথায় আছেন, কেমন আছেন, তা কেউ বলতে পারছে না। এমনকি তার বাবা-মায়ের সাথেও যোগাযোগ নেই বলে তারা অভিযোগ করেছেন। বিভিন্ন সময়ে পত্র-পত্রিকায় তাদের আক্ষেপের সংবাদ প্রকাশিত হয়েছে। সাংবাদিকরাও পপির খোঁজ নিয়ে কোনো হদিস পাননি। তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ।

বিভিন্ন সূত্রমতে, পপি তার প্রয়োজনে কাউকে ফোন করলে ভিন্ন নম্বর দিয়ে করেন। তার সাথে কথা বলার পরপরই সেটি বন্ধ হয়ে যায়। ফলে তার এ ধরনের লুকোচুরি নিয়ে নানা ধরনের গুজব-গুঞ্জন চলচ্চিত্রাঙ্গণে ছড়াচ্ছে। এর মধ্যে বিচ্ছিন্নভাবে খোঁজ-খবর নিতে গিয়ে কেউ বলেছেন, তিনি বিয়ে করে সংসারী হয়েছেন এবং সন্তানের মা-ও হয়েছেন। তিনি গুলশানের একটি ফ্ল্যাটে বসবাস করছেন।

সম্প্রতি শোনা যায়, তিনি ধানমন্ডিতে বসবাস করছেন। তবে এসব তথ্যের নির্ভরতা নিয়ে প্রশ্ন রয়েছে। সর্বশেষ তাকে নিয়ে বিভিন্ন সময়ে নাটক ও টেলিফিল্ম নির্মাণকারী পপির ঘনিষ্ট এক নির্মাতা গণমাধ্যমকে পপি সম্পর্কে কিছু তথ্য দেন। সাম্প্রতিক সময়ে তার সাথে পপির বেশ কয়েকবার যোগাযোগ হয়েছে বলে দাবি করেন তিনি। তাকে প্রশ্ন করা হয় পপির বিয়ে ও মা হওয়া নিয়ে।

তিনি বলেন, পপির বিয়ে হয়েছে, এটা সত্য এবং আমি নিশ্চিত করে বলছি। আমি তার বাসায়ও গিয়েছি। মা হওয়ার বিষয়টিও নিশ্চিত। তিনি মেয়ে সন্তানের মা হয়েছেন। আমি নিজে তার সন্তানকে দেখেছি। বিয়ে কার সাথে হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এক ব্যবসায়ীর সাথে। তিনি ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যবসার সাথে জড়িত। মালয়েশিয়ায়ও তার ব্যবসা রয়েছে।

পপি কোথায় বসবাস করছেন, এমন প্রশ্নের জবাবে তিনি রাখঢাক করে বললেন, ধানমন্ডিতে। লেকের পাড়ে তার বাসা। সঙ্গীতশিল্পী ইমরান ও পপি একই ভবনে থাকেন। ইমরানের ফ্ল্যাটের উপরে পপির ফ্ল্যাট। এর বেশি কিছু তিনি বলতে রাজী হননি। তাকে প্রশ্ন করা হয়, তাহলে পপি প্রকাশ্যে আসছেন না কেন?

তিনি বলেন, মনে হয়েছে, তার স্বামী হয়তো চাচ্ছেন না, তিনি মিডিয়ায় আর কাজ করুক। বিয়ের সময় এ ধরনের শর্ত দিয়ে থাকতে পারেন। যেহেতু তিনি সেলিব্রেটি, তাই হয়তো বাসা থেকেও যখন-তখন বের হওয়ার বিষয়ে বিধিনিষেধ রয়েছে। এ কারণে হয়তো পপি কারও সাথে যোগাযোগ করছেন না, কিংবা তাকে নিয়ে ছড়ানো বিভিন্ন কথার জবাব দিচ্ছেন না। তাহলে পপি কি বন্ধী?

অভিনেত্রী শিমুর মরদেহ গুমের দায়িত্বে ছিলেন স্বামীর বন্ধু ফরহাদ

এমন প্রশ্নের জবাবে তিনি হেসে বলেন, আমরা প্রত্যেকেই তো সংসার জীবনে বন্ধী। সংসারী হলে সংসারের বেড়াজালে আটকে পড়তে হয়। স্বামী-সন্তান ও পরিবারের বন্ধনে বন্ধী হতে হয়। হয়তো পপি এখন স্বামী-সন্তান ও সংসারের বন্ধনে বন্ধী। হয়তো সব গুছিয়ে আবারও কাজে ফিরতে পারেন।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
পপি
Related Posts
ওয়েব সিরিজ

নেট দুনিয়ায় আলোড়ন তোলা ৫টি ওয়েব সিরিজ, যা গল্প ও অভিনয়ে সেরা!

December 15, 2025
অর্জুন রামপাল

সাত বছর লিভ-ইনের পর বাগদান সারলেন অর্জুন রামপাল

December 15, 2025
ওয়েব সিরিজ

থ্রিলার ও রহস্যে ভরপুর এই ওয়েব সিরিজ, একা দেখলেই ভালো!

December 15, 2025
Latest News
ওয়েব সিরিজ

নেট দুনিয়ায় আলোড়ন তোলা ৫টি ওয়েব সিরিজ, যা গল্প ও অভিনয়ে সেরা!

অর্জুন রামপাল

সাত বছর লিভ-ইনের পর বাগদান সারলেন অর্জুন রামপাল

ওয়েব সিরিজ

থ্রিলার ও রহস্যে ভরপুর এই ওয়েব সিরিজ, একা দেখলেই ভালো!

ওয়েব সিরিজ

নবদম্পতির সম্পর্কের টানাপোড়েন ও রোমান্স এ ভরপুর নতুন ওয়েব সিরিজ!

কারিনা কাপুর–মেসি সাক্ষাৎ

কারিনা কাপুর–মেসি সাক্ষাৎ নিয়ে উত্তেজনা তুঙ্গে

চিত্রনায়িকা পরীমনি

বিপদে শুধু আমার দরজাই সবার জন্য খোলা থাকে : পরীমনি

বাঁধন

যেভাবে ৬ মাসে ১৮ কেজি কমালেন বাঁধন

ওয়েব সিরিজ

সবচেয়ে বেশি সাহসী দৃশ্যের ওয়েব সিরিজ এটি, ভুলেও কারও সামনে দেখবেন না

বিদ্যা সিনহা মিম

নতুন চলচ্চিত্রে বিদ্যা সিনহা মিম

web series

নতুন ওয়েব সিরিজে উঞ্চতার ঝড়, দর্শকদের মধ্যে আলোড়ন!

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Banglanews
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.