
শনিবার (২১ আগস্ট) দুপুরে আদালতের ৫ মিনিটের বিরতির মধ্যে আইনজীবীদের ডেকে এসব কথা বলেন চিত্রনায়িকা পরীমণি।
এসময় আইনজীবীরা বলেন, ‘আমরা টেকনিক্যাল কারণেই চাচ্ছি না।’
পরীমণির আইনজীবীরা তার সঙ্গে কথা বলার অনুমতি চেয়ে আদালতে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী পরীর সঙ্গে তার আইনজীবীদের দেখা করার আবেদন নামঞ্জুর করার আবেদন করেন। পরবর্তীতে বিচারক দেখা করার আবেদন নামঞ্জুর করে পরীকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
তৃতীয় দফায় একদিনের রিমান্ড শেষে আজ (২১ আগস্ট) পরীমণিকে আদালতে তোলা হলে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক গোলাম মোস্তফা তাকে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আশেক ইমাম পরীমণিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর নায়িকাকে প্রিজন ভ্যানে করে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়।
প্রসঙ্গত, এর আগে গত ১৩ আগস্ট রিমান্ড শেষে পরীমণিকে আদালতে তোলা হলে তার আইনজীবী মুজিবুর রহমান জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে তখনও আদালত জামিনের আবেদনটি নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



