চিনতে পারছেন কে এই ক্রিকেটার!

স্পোর্টস ডেস্ক: বাইশ গজে ব্যাট হতে বিশাল বিশাল ছক্কা মারায় তার জুড়ি ছিল না। অধিনায়ক হিসেবে ছিলেন অত্যন্ত ঠাণ্ডা মাথার, আবেগহীন। ম্যাচের বিভিন্ন পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিয়ে দলকে জেতানো তার কাছে ছিল ডাল-ভাত। সেই মহেন্দ্র সিং ধোনি এখন বিজ্ঞাপন করেও তাক লাগিয়ে দিচ্ছেন।

আইপিএলের প্রোমোতে তার নতুন নতুন লুক দেখে সবাই হতবাক!

আসন্ন আইপিএলের পঞ্চদশ আসর উপলক্ষে নতুন প্রকাশিত একটি প্রোমো ভিডিওতে ধোনিকে দেখা গেছে বাড়ির প্রবীণ সদস্যের ভূমিকায়। যার চুলে-গোঁফে পাক ধরেছে। চোখে মোটা গ্লাসের চশমা! ধোনিকে নতুন লুকে দেখে চেনাই দায়! বাইশ গজের ‘মাস্টারমাইন্ড’ যেভাবে টেলিভিশনের পর্দায় নিজেকে মেলে ধরছেন, সেটা তাক লাগিয়ে দেওয়ার মতোই।

ক্যারিয়ারের একদম শেষপ্রান্তে থাকা ধোনি আইপিএলের গত আসরে তার দল চেন্নাই সুপার কিংসকে চ্যাম্পিয়ন করেছেন। আইপিএল শেষ করে তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেন। যদিও বিশ্বকাপের প্রথম পর্ব থেকেই বাদ পড়েছিল বিরাট কোহলির দল। চলতি বছর নিলামের আগে চেন্নাই সুপার কিংস তাকে ১২ কোটি রুপিতে ধরে রেখেছে।

আইপিএলে মুস্তাফিজদের ম্যাচের সূচি জেনে নিন