জুমবাংলো ডেস্ক: কেজিতে ৩ টাকা কমানো হয়েছে প্যাকেটজাত ও খোলা চিনির দাম। আগামী শনিবার থেকে নতুন এ দাম কার্যকর করতে বলেছে বাণিজ্য মন্ত্রণালয়।
আজ বৃহস্পতিবার (৬ এপ্রিল) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন দরে খোলা চিনি পাওয়া যাবে প্রতি কেজি ১০৪ টাকায়, আগে এ দাম ছিল ১০৭ টাকা। আর এক কেজি প্যাকেটজাত চিনির দাম পড়বে ১০৯ টাকা। আগে এক কেজির প্যাকেটের দাম ছিল ১১২ টাকা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সুপারিশ অনুযায়ী পরিশোধিত চিনির সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে।
এর আগে সবশেষ চলতি বছরের ৩০ জানুয়ারি চিনির দাম বাড়ানোর ঘোষণা দেয় বাণিজ্য মন্ত্রণালয়। যা কার্যকর হয় ১ ফেব্রুয়ারি থেকে। সেবার প্যাকেটজাত চিনির দাম ৫ টাকা বাড়িয়ে করা হয়েছিল ১১২ টাকা। আর প্রতি কেজি খোলা চিনির দাম বাড়িয়ে করা হয় ১০৭ টাকা।
জমে উঠেছে চুয়াডাঙ্গার কলার হাট, দুইদিনে প্রায় ১ কোটি টাকার বেশি বিক্রি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।