জুমবাংলা ডেস্ক : চিন্ময় কৃষ্ণ দাস গ্রেফতারের ঘটনায় শেখ হাসিনা কুমিরের কান্না কাঁদছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী বলেন মুগ্ধ, আবু সাঈদের মতো দুই হাজারের বেশি ছাত্র-জনতাকে হত্যাকারী শেখ হাসিনার এই কান্না ভারতের কাছ থেকে পুরষ্কার লাভের আশায়। দেশের প্রচলিত আইনেই চিন্ময় গ্রেফতার হয়েছেন।
গ্রেফতারের ঘটনায় ভারতের পররাষ্ট্র দফতর বিবৃতি দিলেও ছাত্রলীগের হামলায় বিশ্বজিৎ হত্যার সময় কেন চুপ ছিল বলেও প্রশ্ন তোলেন রাকসুর সাবেক এই ভিপি। এসময় তিনি আরও বলেন, শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসাতে ভারতের সাউথব্লক সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে দিতে চাচ্ছে।
তিনি বলেন, ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দেশের মানুষ রাওয়ালপিন্ডির থেকে বিচ্ছিন্ন হয়েছে। দিল্লির কাছেও মাথা নত করবে না। আন্তর্জাতিক ষড়যন্ত্র দিয়ে বাংলাদেশকে দাবিয়ে রাখা যাবে না।
এর আগে, অনুষ্ঠানের শুরুতে ঐতিহাসিক ৭ই নভেম্বর ১৯৭৫ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মহানায়ক জিয়াউর রহমান- গ্রন্থের মোড়ক উন্মোচন করেন অতিথি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।