Advertisement
জুমবাংলা ডেস্ক : চিপসের প্যাকেটের ভেতর খেলনা দিয়ে চিপস বাজারজাত নিষিদ্ধ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে প্যাকেটের ভেতরে খেলনা দিয়ে তা বাজারজাত করলে আইন অনুসারে জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। রিটের পক্ষে ছিলেন আবেদনকারী আইনজীবী মো. মনিরুজ্জমান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



