ঢাকা উত্তরের চিফ হিট অফিসার বুশরা আফরিন করোনায় আক্রান্ত

জুমবাংলা ডেস্ক: ঢাকা উত্তর সিটি করপোরেশনে সদ্য নিয়োগ পাওয়া চিফ হিট অফিসার (সিএইচও) বুশরা আফরিন করোনায় আক্রান্ত হয়েছেন।

আজ (৫ মে) নমুনা পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে উনার কাশি ও দুর্বলতা আছে। তিনি আশু সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম মেয়ে বুশরা আফরিন।

উত্তর সিটি করপোরেশন থেকে বলা হচ্ছে, হিট অফিসার নিয়োগে ডিএনসিসির প্রাতিষ্ঠানিক বা আর্থিক কোনো সংশ্লিষ্টতা নেই। যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান আর্শট-রকফেলার ফাউন্ডেশন ঢাকা উত্তরে তাপমাত্রা নিয়ন্ত্রণে কাজ করার জন্য বুশরা আফরিনকে নিয়োগ দিয়েছে।

গত বুধবার ডিএনসিসির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে চিফ হিট অফিসার নিয়োগের কথা বলা হয়।

ওই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক অনুষ্ঠানে মেয়র আতিকুল ইসলামও চিফ হিট অফিসার নিয়োগের কথা জানান।

ডিএনসিসির বিজ্ঞপ্তিতে বলা হয়, চিফ হিট অফিসার বুশরা আফরিন প্রচণ্ড গরমের মধ্যে ঢাকা উত্তরকে নিরাপদ করার জন্য নেতৃত্ব দেবেন। তাপমাত্রা কমাতে তিনি শহরব্যাপী নানা কর্মসূচি বাস্তবায়ন করবেন। ঢাকা উত্তরের জনগণের মধ্যে জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতনতা বৃদ্ধি, সুরক্ষা প্রচেষ্টা ত্বরান্বিত করাসহ নতুন নতুন কাজ করবেন।

ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘বুশরাকে চিফ হিট অফিসার হিসেবে ঢাকা উত্তর সিটি করপোরেশন নিয়োগ দেয়নি। চিফ হিট অফিসারের কোনো পদ উত্তর সিটি করপোরেশনে নেই, আমাদের অর্গানোগ্রামেও নেই। বুশরা আরশট-রকফেলার ফাউন্ডেশনের নিয়োগপ্রাপ্ত।’

‘বুশরার ইন্টারভিউ নেওয়া থেকে শুরু করে নিয়োগ পর্যন্ত সবই ওই ফাউন্ডেশন করেছে। আরশট-রক ফাউন্ডেশন নারী ছাড়া কাউকে নিয়োগ দেয় না। বিশ্বের বিভিন্ন অঞ্চলে চিফ হিট অফিসার নিয়োগ পাওয়া আগের ৬ জনও নারী। বুশরা সিটি করপোরেশন থেকে কোনো সুবিধা পাবেন না। তিনি আরশট-রকফেলার ফাউন্ডেশনের হয়ে আমাদের সঙ্গে নলেজ শেয়ার করবেন। বিশ্বের অন্যান্য অঞ্চলে কীভাবে হিট নিয়ন্ত্রণ করা হয়, তিনি সেসব বিষয়ে আমাদের পরামর্শ দেবেন,’ যোগ করেন তিনি।