স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ বাছাইয়ে চিলির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে আর্জেন্টিনা। লিওনেল মেসির গোলে শুরুতে এগিয়ে গেলেও জয় পাওয়া হয়নি আলবিসেলেস্তেদের।
লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বাংলাদেশ সময় শুক্রবার (৪ জুন) সকালে চিলির মুখোমুখি হয় আর্জেন্টিনা।
সান্তিয়াগাতো দেল এস্ত্রোর ইউনিক স্টেডিয়ামে ম্যাচের ২৪তম মিনিটে লাউতারো মার্টিনেজকে ফাউল করেন চিলির ডিফেন্ডার গিলের্মো মারিপান। ভিআরের সাহায্য নিয়ে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। সেই সুযোগটি মিস করেননি মেসি। সফল স্পট কিকে আর্জেন্টিনাকে এগিয়ে দেন তিনি।
আর্জেন্টিনা অবশ্য বেশিক্ষণ লিডটা ধরে রাখতে পারেনি। ৩৬তম মিনিটে চার্লস আরানগেসের ফ্রি কিকে গেরি মেদেলের দারুণ কাট ব্যাকে বল পেয়ে যান অ্যালেক্সিজ সানচেজ। এরপর ফাঁকা জালে বল পাঠিয়ে চিলিকে সমতায় ফেরান তিনি। ম্যাচের বাকি সময় আর গোল না হওয়ায় ড্র নিয়ে মাঠ ছাড়ে দুদল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।