নিজস্ব প্রতিবেদক : দারিদ্য মোকাবেলায় এবার দেশের গ্রামাঞ্চলের অবকাঠামো উন্নয়নের দিকে নজর দেবে সরকার। এক্ষেত্রে চীনকে নকল করে নয়, চীনের ‘মডেল’ অনুসরণ করা হবে।
তাদের প্রাযুক্তিক জ্ঞানকে কাজে লাগিয়ে বাংলাদেশ এগিয়ে যেতে চায়। চীন তাদের অবকাঠামোগত উন্নয়ন দিয়ে অর্থনীতির মেরুদণ্ড গড়েছে। সেভাবেই এগিয়ে যেতে চায় বাংলাদেশ।
সম্প্রতি পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এ কথা জানান।
বাংলাদেশ-চায়না সিল্করোড ফোরাম আয়োজিত ‘সরকারের সক্ষমতা এবং ব্যবস্থাপনার আধুনিকায়ন-চীনের অভিজ্ঞতা’ শীর্ষক সেমিনারে তিনি আরও বলেন, বর্তমানে প্রতি পাঁচজনে একজন দরিদ্র মানুষ রয়েছে। সেটা প্রতি ১০ জনের মধ্যে একজনে নামিয়ে আনা হবে। তবে আমাদের সামনে বড় চ্যালেঞ্জ হলো দারিদ্র্য কমিয়ে আনা। আগামী পাঁচ-সাত বছরের মধ্যে দারিদ্র্যের হার ১০ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যে সরকার কাজ করছে।
পরিকল্পনামন্ত্রী বলেন, আমাদের দেশে গ্রাম ও শহরের বৈষম্য চিরায়ত। তবে এবার সরকারের গ্রামের উন্নয়নের দিকে নজর আছে, এজন্য বিভিন্ন উন্নয়ন প্রকল্প হাতে নেয়া হয়েছে। আমাদের প্রধান সমস্যা দারিদ্র্য। তাই সেটা মোকাবেলা করতে আমরা কাজ করে যাচ্ছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



