বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: চীনা সার্চ ইঞ্জিন জায়ান্ট বাইডু বেইজিংয়ে সম্পূর্ণ চালকবিহীন রাইড-হেইলিং সেবা প্রদানের অনুমতি পেয়েছে। একটি বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, বাইডু অ্যাপোলো সার্ভিসকে ১০টি সম্পূর্ণ স্বায়ত্তশাসিত ট্যাক্সি সেবা প্রদানের অনুমতি দিয়েছে বেইজিং সরকার।
গত বছর ডিসেম্বরে প্রতিষ্ঠানটি পরীক্ষামূলক ভাবে পরিষেবাটি চালু করার অনুমতি পায়।
সম্প্রতি উহান ও চংকিংসহ চীনের তিনটি শহরে চালকবিহীন ট্যাক্সি সেবা পরিচালনার অনুমতি পেয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি।
তবে প্রথমবারের মতো রাস্তায় চালকবিহীন গাড়ি চালু হয় যুক্তরাজ্যে। তাদের গাড়িগুলো ২২ কিলোমিটার মিক্সড ট্রাফিক রুটে ৮০ কিলোমিটার বেগে চলাচল করতে পারে।
এই গাড়িগুলোতে এমন কিছু সেন্সর ব্যবহার করা হয়েছে, যার মাধ্যমে পূর্ব-নির্ধারিত গন্তব্যে চালক ছাড়াই চলাচল করতে সক্ষম।
বাইডুর আয়ের মূল উৎস হলো তাদের সার্চ ইঞ্জিন । তবে গত ৫ বছর ধরে তারা স্ব-চালিত গাড়ির প্রযুক্তিতে মনোনিবেশ করেছে। এর প্রধান কারণ হলো তারা নতুন কিছু করতে চায়।
গত বছর ওপেনএআই-এর চ্যাটজিটিপি ব্যাপক জনপ্রিয়তা পেলে, এ নিয়েও কাজ শুরু করে বাইডু।
বাইডু অনলাইন মার্কেটিং থেকে শুরু করে অন্যান্য প্রযুক্তিতেও এআই নিয়ে আসার জন্য গবেষণায় কয়েক বিলিয়ন ডলার ব্যয় করেছে। বাইডু বড় আকারের মেশিন-লার্নিং মডেলও তৈরি করেছে। যা কয়েক বছর ধরে ডাটা সংরক্ষণ ও সংরক্ষিত ডাটা দিয়ে প্রশিক্ষিত হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।