আন্তর্জাতিক ডেস্ক : চীনের ওপর আরোপিত শুল্ক নিয়ে এবার সুর নরম করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, চীনের ওপর পাল্টা শুল্ক যথেষ্ট পরিমাণে কমবে। খবর দ্য গার্ডিয়ানের
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ কথা জানান। এর ফলে দুই দেশের অর্থনীতিতে যে বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে তাতে স্বস্তি ফিরবে বলে মনে করা হচ্ছে।
ডোনাল্ট ট্রাম্প চীনা পণ্যের ওপর ১৪৫ শতাংশ শুল্ক আরোপ করেন। চীনও এর পাল্টা প্রতিক্রিয়ায় দফায় দফায় পাল্টা শুল্ক আরোপ করেছে, যা এখন বেড়ে দাঁড়িয়েছে ১২৫ শতাংশে।
চীনের ওপর পাল্টা শুল্ক কমানো নিয়ে হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘১৪৫ শতাংশ অনেক বেশি হয়ে যায়। এটা যথেষ্ট পরিমাণে কমানো হবে। কমিয়ে এমন একটা জায়গায় নিয়ে আসা হবে, যেটা এত বেশি হবে না। তবে সেটা শূন্যও করা হবে না।’
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টের করা এক মন্তব্য নিয়ে সাংবাদিকেরা প্রশ্ন করলে এ কথাগুলো বলেন ট্রাম্প।
চীনের ওপর পাল্টা শুল্ক নিয়ে ট্রাম্পের অবস্থান বদলের ঘোষণা এবং মার্কিন অর্থমন্ত্রীর মন্তব্যের প্রভাব পড়তে শুরু করেছে বৈশ্বিক পুঁজিবাজারে।
এদিকে চীনের ওপর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক উল্লেখযোগ্য পরিমাণে কমানো নিয়ে ট্রাম্পের ঘোষণা ও মার্কিন অর্থমন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে বেইজিং। দেশটি বলেছে, হুমকি বা জবরদস্তির মাধ্যমে চাপ তৈরি করে কাজ হয় না। বেইজিং বলেছে, এসব না করে যুক্তরাষ্ট্র যদি চুক্তি করতে চায়, তাহলে তারা আলোচনায় বসতে রাজি। ওয়াশিংটনের জন্য বেইজিংয়ের দরজা খোলা আছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।