আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলের কাছ থেকে মুরগির পাখা (চিকেন উইংস) আমদানি করেছিল চীন। সেটা ল্যাবরেটরিতে পরীক্ষা করে চীনের স্বাস্থ্য মন্ত্রণালয় করোনার জীবানু পেয়েছিল। এটা নিয়ে ফলাও করে খবরও প্রকাশিত হয়েছিল। বিষয়টি যারপরনাই অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলেছিল ব্রাজিলকে।
মঙ্গলবার (২৫ আগস্ট) চীনের গুয়াংডং প্রদেশের শেনজেন শহরে ব্রাজিলের কৃষি কর্মকর্তাগণ বসেছিলেন স্থানীয় স্বাস্থ্য ও বাণিজ্য কর্মকর্তাদের সঙ্গে। সেখানে কর্মকর্তাদের কাছে ব্রাজিলের কৃষি কর্মকর্তাগণ প্রমাণাদি চেয়েছেন। যে ল্যাবরেটরির পরীক্ষায় ব্রাজিল থেকে আমদানি করা চিকেন উইংসে করোনার অস্তিত্ব পাওয়া গিয়েছিল সেটার সনদ চেয়েছেন তারা। চেয়েছেন ল্যাব টেস্টের ফল।
অবশ্য চীনের কর্মকর্তাগণ প্রমাণ দিতে পারেননি তৎক্ষণাৎ। তারা জানিয়েছেন যে, ল্যাব টেস্টের প্রমাণাদি গুয়াংডং প্রদেশের স্বাস্থ্য কর্মকর্তাদের কাছে আছে। তারা অবশ্য এই মিটিংয়ে অংশ নেননি।
বিশ্বের যে দুটি দেশ করোনায় সবচেয়ে বেশি নাকাল হচ্ছে তার মধ্যে একটি ব্রাজিল। লাতিন আমেরিকার দেশটিতে এ পর্যন্ত ৩৭ লাখ ২২ হাজার ৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে দ্বিতীয় সর্বোচ্চ ১ লাখ ১৭ হাজার ৭৫৬ জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।