জুমবাংলা ডেস্ক : চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে বিশ্বজুড়ে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৮২৮ জনে। সর্বশেষ ২৪ ঘণ্টায় চীনে মৃত্যু হয়েছে ২২ জনের। নতুন করে দেশটিতে আক্রান্ত হয়েছেন ৪০ জন।
সোমবার (০৯ মার্চ) চীনের স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে এসব তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
চীনে করোনাভাইরাসের আক্রমণ কমে আসা সত্ত্বেও সেখানকার বিমানবন্দরগুলোতে যাত্রীদের স্ক্রিনিং করার ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। এছাড়া বেইজিং এবং সাংহাই শহরে ফিরে আসা বাসিন্দাদের ওপরও নজরদারি বাড়ানো হয়েছে। বিদেশ থেকে আসা যাত্রীদের ব্যাপারেও সর্বোচ্চ সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বিদেশ থেকে যারা বেইজিং সহ অন্যান্য শহরে ফিরে আসছেন তাদের জন্য ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক করা হয়েছে। যাদের নিজেদের বাড়ি আছে তাদেরকে সেখানেই কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক করা হয়েছে। আর যাদের নিজেদের বাড়িঘর নেই তাদেরকে নির্ধারিত হোটেলে কোয়ারেন্টাইনে রাখা হবে।
এছাড়া যেসব এলাকায় বিদেশিদের আনাগোনা বেশি সেসব এলাকায়ও নজরদারি বাড়ানো হয়েছে।
মূলত উচ্চ ঝুঁকিপূর্ণ কেউ যাতে পর্যবেক্ষণের বাইরে থেকে না যায় এবং করোনা নিরাপত্তা ব্যবস্থায় যেন কোনো ফাঁকফোকর থেকে না যায় সেজন্যই এই বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
বড় বড় শহরগুলোতে কড়া সব পদক্ষেপ নেওয়া হয়েছে। কোটি কোটি মানুষকে ঘরে থাকতে বাধ্য করা হয়েছে। যার ফলে দেশটিতে ভাইরাসের আক্রমণ আশঙ্কার চেয়ে অনেক কম হয়েছে। এবং পরিস্থিতি স্বাভাবিকের দিকে যেতে শুরু করেছে।
সোমবার (৯মার্চ) চীনে মাত্র ৪০ জন নতুন করে করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। যা গত ২০ জানুয়ারির পর সবচেয়ে কম। এই ৪০ জনের মধ্যে আবার ৩৬ জনই উহান শহরের, যেখান থেকে মুলত এই ভাইরাসের উৎপত্তি। আর বাকি ৪ জন এসেছে ইরান থেকে।
আর নতুন করে আরো ২২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
সবমিলিয়ে চীনে এই ভাইরাসের আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮০,৭৩৫ জনে। আর মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৩১১৯ জন।
২ কোটি ১০ লাখ জনসংখ্যার শহর চীনের রাজধানী বেইজিংয়ের মতো বড় শহরগুলোতে বিদেশ থেকে আসা লোকদের পর্যবেক্ষণের ব্যবস্থা জোরদার করা হয়েছে। কেননা গত কয়েকদিনে ইতালি, স্পেন এবং ইরান থেকে অন্তত ১৩ জন করোনাভাইরাস নিয়ে এসেছে বেইজিংয়ে। বেইজিংয়ে এখন পর্যন্ত ৪২৮ জন আক্রান্ত হয়েছে এবং ৮ জন মারা গেছে।
চীনের বাইরে ইতালি, স্পেন, ইরান, দক্ষিণ কোরিয়া ও জাপানের মতো করোনা আক্রান্ত দেশ থেকে যারা চীনের রাজধানী শহর বেইজিংয়ে আসছেন তাদের বাধ্যতামূলকভাবে ১৪ দিন কোয়ারেন্টাইনে পাঠানো হচ্ছে। এছাড়া বিমানবন্দরেও কড়া পরীক্ষা-নিরীক্ষার পর তাদেরকে বেইজিংয়ে ঢুকতে দেওয়া হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।