গত বছর Samsung চায়না টেলিকমের সাথে একত্রিত হয়ে Samsung W22 স্মার্টফোনটি বাজারে রিলিজ করেছিল। ওই স্মার্টফোনটি শুধুমাত্র চীনের জন্যই নির্মাণ করা হয়েছিল। আপনি W22 কে চায়না এক্সক্লুসিভ স্মার্টফোন বলতে পারেন।
বর্তমানে Samsung এবং চায়না টেলিকম পুনরায় নতুন আরেকটি ডিভাইস বাজারে আনার ব্যাপারে আশাবাদী। এই স্মার্টফোনের মডেলটির নাম হবে Samsung W23।
Galaxy Z Fold 4 স্মার্টফোনটির কাস্টম ভার্সন হবে Samsung এর এই ডিভাইসটি। Samsung W23 স্মার্টফোনে সবমিলিয়ে পাঁচটি ক্যামেরা লেন্স থাকবে। Samsung W23 হ্যান্ডসেটে ফাইভ জি কানেকশনের ফিচার পাবেন।
স্মার্টফোনটি ৪৩২০ মেগাহার্জের ব্যাটারি দ্বারা পরিচালিত হবে। হ্যান্ডসেটের পেছনে তিনটি ক্যামেরা লেন্স দেওয়া থাকবে। মেইন ক্যামেরা হবে ৫০ মেগাপিক্সেল। এটির পাশাপাশি ১২ মেগাপিক্সেল Ultra Wide লেন্স এবং ১২ মেগাপিক্সেল টেলিফটো লেন্স দেওয়া থাকবে।
Samsung এর টেলিফটো ক্যামেরা লেন্স দিয়ে আপনি তিন গুণ পর্যন্ত অপটিকাল জুম করার সুবিধা পেয়ে যাবেন। Samsung এর ফ্রন্ট ক্যামেরায় ১০ মেগা পিক্সেলের ও ৪ মেগাপিক্সেলের ক্যামেরা লেন্স দেওয়া থাকবে।
আইস ইউনিভার্স তাদের একটি নিউজ আর্টিকেলে শীঘ্রই বাজারে আসতে যাওয়া Samsung W23 স্মার্টফোনের একটি পোস্টার রিলিজ করেছে। Samsung W23 এর সাথে আরও একটি স্মার্টফোন বাজারে আসবে। সেটি হল Samsung W23 ফ্লিপ স্মার্টফোন। এই স্মার্টফোনটি গ্যালাক্সি জেড ফ্লিপ ৪ এর কাস্টম ভার্সন হবে।
২০২৩ সালে স্মার্টফোনটি আলোর মুখ দেখবে বলে সবাই আশাবাদী। Samsung W23 স্মার্টফোনের দাম হতে পারে ৬৬ হাজার রুপি ও ৮৫ হাজার টাকা। তবে আগের বছরের মত হয়ত এবারও স্মার্টফোনটি শুধু চীনে রিলিজ হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।