আন্তর্জাতিক ডেস্ক: চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত লি কিয়াং দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন। বিদায়ী প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের স্থলাভিষিক্ত হবেন তিনি। খবর বিবিসি’র।
গতকাল শুক্রবার শি চিনপিং তৃতীয়বারের মতো চীনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব লাভের পর আজ শনিবার লি কিয়াং প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেলেন। এর মাধ্যমে শি তার ক্ষমতাকে আরও সুসংহত করলেন।
চীনের সবচেয়ে বড় শহর সাংহাইয়ের কমিউনিস্ট নেতা ছিলেন লি কিয়াং। ২০০০ সালের শুরুর দিকে প্রেসিডেন্ট শি চিনপিংয়ের চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এ ছাড়া শি কমিউনিস্ট পার্টির ঝেজিয়াং প্রদেশের সভাপতি থাকার সময় ২০১৭ সালে লিকে সাংহাই প্রদেশের দলের সাধারণ সম্পাদক করেন।
করোনা মহামারির সময় সাংহাই শহরে কঠোর লকডাউন বাস্তবায়ন কাজের তদারকি করেন লি। এ লকডাউনের কারণে শহরজুড়ে বিক্ষোভ পর্যন্ত ছড়িয়ে পড়ে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, চীনের প্রধানমন্ত্রী হিসেবে লি কিয়াংকে নিয়োগ দেওয়ার প্রস্তাব ছিল সি চিনপিংয়ের। আজ পার্লামেন্ট অধিবেশনে সে প্রস্তাবটি পড়ে শোনানো হয়। সেখানে হওয়া ভোটে ২ হাজার ৯০০ এর বেশি প্রতিনিধির মধ্যে প্রায় সবার ভোটই পেয়েছেন লি। তিনি ২ হাজার ৯৩৬ ভোট পেয়েছেন। এ ছাড়া তিনজন তার বিরুদ্ধে ভোট দেন এবং আটজন ভোটদানে বিরত ছিলেন।
এ নির্বাচনের পর লি কিয়াং চীনের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। একইসঙ্গে চীনের সংবিধানের প্রতি অনুগত থেকে একটি উন্নত, শক্তিশালী, গণতান্ত্রিক, সভ্য, সৌহার্দ্যপূর্ণ ও মহান আধুনিক সমাজতান্ত্রিক দেশ গড়তে কঠোর পরিশ্রম করে যাওয়ার কথা জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।