আন্তর্জাতিক ডেস্ক : বিশাল স্থাপত্য ও অবকাঠামো উন্নয়নে বিশ্বকে তাক লাগিয়ে দেওয়া নতুন কিছু নয় চীনের জন্য। এবার ৯৮টি ফুটবল মাঠের সমান একটি মেগা বিমানবন্দর তৈরি করল দেশটি।
বিবিসি জানায়, ৭০ তম স্বাধীনতা দিবস উদ্যাপনের মাত্র কয়েকদিন আগে বুধবার দাশিং বিমানবন্দর নামে নতুন এই মেগা স্থাপনাটি উদ্বোধন করেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং।
রাজধানী বেইজিংয়ের উত্তরে দাশিং এলাকায় বিমানবন্দরটি নির্মাণ করা হয়। পাঁচ বছর আগেও ধুলোময় পরিত্যক্ত কৃষিজমি ছিল জায়গাটি। কোনো দর্শনার্থীও দেখা মিলতো না সেখানে।
কিন্তু সেই জায়গাটিই হয়ে উঠল বিশ্বের সঙ্গে চীনের বিমান যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান।
স্টার ফিশ-আকৃতির বিমানবন্দরটিকে চীনের ‘নতুন প্রবেশদ্বার’ হিসেবে উল্লেখ করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।
৭ লাখ স্কয়ার মিটার জায়গার ওপর বিমানবন্দরটি নির্মাণে খরচ পড়েছে ১১০০ কোটি ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ৯৩ হাজার কোটিরও বেশি টাকা।
বিমানবন্দরটির নকশা করেন প্রখ্যাত ইরাকি স্থাপত্যবিদ জাহা হাদিদ। ২০১৬ সালে যিনি মৃত্যুবরণ করেন।
আটলান্টার পরে বেইজিংয়ের বর্তমান বিমানবন্দরটি বিশ্বের সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর। কর্তৃপক্ষ আশা করছেন, নতুন এই বিমানবন্দরটি চালু হওয়ার ফলে বেইজিং বিমানবন্দরের ওপর চাপ কমে যাবে। বছরে ১০ কোটি যাত্রী এই বিমানবন্দর ব্যবহার করতে পারবে।
বিমান খাতকে প্রধানতম কৌশলগত শিল্প হিসেবে চিহ্নিত করেছে চীন। এ জন্য ২০৩৫ সালের মধ্যে ৪৫০টি বাণিজ্যিক বিমানবন্দর গড়ার পরিকল্পনা গ্রহণ করেছে দেশটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।