আন্তর্জাতিক ডেস্ক : চীনের জ্যোতির্বিজ্ঞানীরা সম্প্রতি একটি নতুন গ্রহাণু আবিষ্কার করেছেন। ডিএম-৪ নামের বিপদজনক নতুন এই গ্রহটি আবিষ্কার করেছে পারপেল মাউন্টেন অবর্জাভেশন (পিএমও) নামের চায়নার একটি গবেষণা সংস্থা। চীনা গণমাধ্যম জিনহুয়া ডট নেটের একটি প্রতিবেদনে এমনটিই জানা গেছে।
গবেষণা সংস্থার প্রধান ঝাও হাইবিন বলেন, ২০২০ সালের ডিএম-৪ পৃথিবীর নিকটে আসছে। আমরা অনুমান করছি পৃথিবীর এবং গ্রহের মধ্যে দূরত্ব হবে ৩.৩৫ মিলিয়ন কিলোমিটার। পৃথিবীর এত কাছে এর আগে আর কোন গ্রহ আসেনি। তবে আমাদের এটি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।
ইন্টারনেশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিউয়ন মাইনর প্ল্যান্ট সেন্টার (এমপিসি) এর সঙ্গে এই তথ্য শেয়ার করেছেন চায়না বিজ্ঞানীরা। এরপর থেকেই বিশ্বজুড়ে আরো এগারোটি দেশ টেলিস্কোপের সাহায্যে গ্রহটিকে পর্যবেক্ষণ করছে।
বৈশ্বিক পর্যবেক্ষণের তথ্যের ভিত্তিতে, জ্যোতির্বিজ্ঞানীরা ডিএম-৪ এর কক্ষপথ নির্ধারণ করেন। এমপিসি ২৯ ফেব্রুয়ারি এই সম্ভাব্য ঝুঁকিপূর্ণ গ্রহটি আবিষ্কারের ঘোষণা দিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।