আন্তর্জাতিক ডেস্ক : চীনের সেনাবাহিনীর হাতে ভারতের ২০ জন জওয়ান নিহতের পর থেকেই ভারতীয়দের ‘মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল’-এর তালিকায় উঠে এসেছেন প্রেসিডেন্ট শি জিনপিং।
ভারতের বিভিন্ন শহরে পোড়ানো হচ্ছে শি জিনপিংয়ের কুশপুত্তলিকা, আবার কোথাও শেষকৃত্য করা হচ্ছে। এবার কলকাতার রাজপথে শি জিনপিংকে প্রকাশ্যে ‘ফাঁসি’ দেওয়া হলো! বাস্তবে নয় অবশ্য, পুরোটাই ছিল প্রতীকী প্রতিবাদ।
গতকাল শুক্রবার কলকাতার বউবাজারে প্রতিবাদ জানিয়ে শি জিনপিংয়ের প্রতীকী ফাঁসি দিয়ে বিক্ষোভ দেখায় ইন্ডিয়ান ন্যাশনাল তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেস।
একজনকে চীনের প্রেসিডেন্ট সাজিয়ে ফাঁসির মঞ্চ গড়ে গলায় দড়ি লাগানো হয় কলকাতার রাজপথে। সবার হাতে-হাতে ছিল প্ল্যাকার্ড। কোথাও লেখা ছিল, শেম, শেম; আবার কোথাওবা ‘চীনা প্রেসিডেন্টকে ফাঁসি দিতে হবে’র মতো স্লোগান। আর সেখানেই ফাঁসির মঞ্চে নকল জিনপিংকে প্রতীকী ফাঁসি দেওয়া হয়।
এর আগে ভারতের মাটিতে সম্পন্ন হয়েছে চীনের প্রেসিডেন্টের ‘শেষকৃত্য’। তবে, সে ক্ষেত্রেও পুরোটাই প্রতীকী। উত্তরপ্রদেশের কানপুরে স্থানীয় বাসিন্দারা চীনা প্রেসিডেন্টের শেষকৃত্য করেন গত বৃহস্পতিবার। সেই সঙ্গে দাবি তোলেন, চীনকে উচিত জবাব দিতে হবে।
চীনকে মোক্ষম জবাব দিতে দেশবাসী যেখানে চীনা পণ্য বয়কটের ডাকে সোচ্চার, ভারত সরকার তখন চীনা সংস্থাগুলোর বিনিয়োগে কড়া নিয়ন্ত্রণে উদ্যোগী হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।