
আন্তর্জাতিক ডেস্ক : তাইওয়ানের প্রযুক্তিবিষয়ক মন্ত্রী অড্রে ট্যাং বলেছেন, চীনে খাঁটি বেসরকারি প্রতিষ্ঠান বলতে কিছু নেই। কোর টেলিকম অবকাঠামোতে চীনের ফাইভ-জি সরঞ্জাম ব্যবহার করা মানেই হলো নেটওয়ার্কে ‘ট্রোজান হর্স’র মতো সফটওয়্যার আমন্ত্রণ করার অনুরূপ।
মন্ত্রী অড্রে ট্যাং আরো বলেছেন পরিস্থিতি বদলে গেলে চীনের ক্ষমতাসীন দল যেকোন সময় তাদের নেতাকে পরিবর্তন করে ফেলতে পারে। সেখানে খাঁটি বেসরকারি প্রতিষ্ঠানের মত কোনো জিনিসের অস্তিত্ব নেই। নিকিকেই এশিয়ান রিভিউকে দেওয়া এক সাক্ষাত্কারে এই কথা বলেন তিনি।
তিনি বলেন, আপনি যদি তাদের (চীনের সঙ্গে সম্পর্কিত সংস্থাগুলো) অবকাঠামোতে অন্তর্ভুক্ত করেন তবে প্রতিবার সিস্টেম আপডেট করার সময় আপনাকে খুব সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ তারা সিস্টেমে কোনো ট্রোজান হর্স সফটওয়্যার দিয়ে নেটওয়ার্ককে দুর্বল করে তুলতে পারে।
ট্রোজান হর্স বা ট্রোজান হলো এক ধরনের ক্ষতিকর কোড বা সফ্টওয়্যার যা বৈধ বা ভালো বলে মনে হতে পারে। তবে এটি আপনার কম্পিউটারকে যেকোনো সময় নিয়ন্ত্রণ নিতে পারে। সম্প্রতি নিরাপত্তা ইস্যুতে বিশ্বের বিভিন্ন দেশ ফাইভ-জি নেটওয়ার্ক ব্যবস্থায় চীনের টেলিকম কম্পানি হুয়াওয়ের যন্ত্রাংশ নিষিদ্ধ করার পর অড্রে এসব কথা জানিয়েছেন।
অড্রে বলেন, বিশ্ব যখন চীনের প্রযুক্তি সংস্থাগুলোর ফাইভ-জি নেটওয়ার্ক অবকাঠামোতে অন্তর্ভুক্ত করবে কি না সে বিষয়ে কথা বলছে; আমরা ফোর-জি যুগেই এটি করে দেখিয়েছি।
নিরাপত্তা ইস্যু বিবেচনা করে সম্প্রতি ফাইভ-জি নেটওয়ার্ক ব্যবস্থায় হুয়াওয়ের সরঞ্জাম নিষিদ্ধ করেছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যের আর কোনো টেলিকম অপারেটর হুয়াওয়ে থেকে ফাইভ-জি নেটওয়ার্ক ব্যবস্থার সরঞ্জামাদি কেনার অনুমোদন পাবে না। তবে এটি চলতি বছরের শেষের দিক থেকে। আগামী বছরের শুরুতেই এই নিয়ম চালু হবে।
সূত্র: ইকনোমিক টাইমস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



