আন্তর্জাতিক ডেস্ক : মেঘের ওপরে ভাসছে ভবন। এটি রূপকথার কোনো শহর নয়, চীনের সাংহাই। সেখানকার আকাশচুম্বী ভবনগুলোর নিচ দিয়েই মেঘ ভাসে। ছবিটি দেখে বোঝার উপায় নেই, আসলেই সেখানে মাটি আছে কি না। তবে, সেখানে মাটি আছে।
ওই শহরের বিশালাকৃতির ভবনগুলো এতটাই উঁচু, এর ওপর দিয়ে মেঘ যেতে পারে না। বরং ভবনের আশপাশেই মেঘ ঘুরে বেড়ায়। ড্রোন ক্যামেরার মাধ্যমে ছবিটি তুলেছেন সে দেশের বিখ্যাত আলোকচিত্রী ৬৫ বছর বয়সী জেং ঝিয়াংজ্যাং।
গণমাধ্যমের বরাতে জানা যায়, মাত্র কয়েক দশকের মধ্যেই সাংহাইতে একশতলার ওপরে অনেক ভবন তৈরি হয়েছে। অনেক উঁচু হলেও দুর্ঘটনা এড়ানোর জন্য প্রকৌশলীরা ভবনগুলোতে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে।
মূলত, সাংহাইয়ের প্রায় সব ভবনই ভূমিকম্প সহনীয়। যে কারণে, এখানে দুর্ঘটনার মাত্রাও অনেক কম। এ ছাড়া প্রতিটি ভবনেই রয়েছে অগ্নিনির্বাপক ব্যবস্থা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।