Advertisement
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের গানসু প্রদেশে আকস্মিক বন্যায় অন্তত ১০ জন নিহত ও ৩৩ জন নিখোঁজ রয়েছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম শুক্রবার এ তথ্য জানিয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) থেকে শুরু হওয়া টানা ভারী বৃষ্টিপাতের ফলে ওই অঞ্চলে আকস্মিক বন্যার সৃষ্টি হয়। এতে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে এবং ৩৩ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে ‘সর্বোচ্চ চেষ্টা’ চালানোর নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
চীনের ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, উদ্ধারকর্মীরা একটি গ্রামে পানির ভেতর দিয়ে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন। অন্যদিকে, গানসু প্রাদেশিক সরকার যে ছবি প্রকাশ করেছে, তাতে কাদামাটি ও বড় বড় পাথরে রাস্তা ঢেকে থাকতে দেখা গেছে। সূত্র: এএফপি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।