Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: চীনের স্বাস্থ্য কর্তৃপক্ষ সোমবার জানিয়েছে যে, রবিবার দেশটিতে আরও ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। খবর ইউএনবি’র।
তাদের মধ্যে সাতজন মঙ্গোলিয়ার স্বায়ত্তশাসিত এলাকা থেকে আগত।
এছাড়া ১০ জন স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন। পাঁচজন হুবেই প্রদেশের, তিনজন জিলিন প্রদেশের, একজন লিয়াওনিং প্রদেশ এবং একজন হেইলংজিয়াং প্রদেশের বলে জানিয়েছে জাতীয় স্বাস্থ্য কমিশন।
কমিশনের তথ্য অনুযায়ী- রবিবার দেশটিতে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। এছাড়া সুস্থ হওয়া ২৪ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। মারাত্মক অসুস্থতার সংখ্যা ৯ থেকে কমে চারজনে দাঁড়িয়েছে।
রবিবার পর্যন্ত চীনে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২ হাজার ৯১৮ জনে। ১৪১ জন এখনও চিকিৎসাধীন রয়েছেন।
কমিশন জানিয়েছে, দেশটিতে কোভিড-১৯ এ মোট ৪ হাজার ৬৩৩ জন মারা গেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।