আন্তর্জাতিক ডেস্ক : চীনে সাংস্কৃতিক বিপ্লবের পর এই প্রথমবারের মতো বার্ষিক পার্লামেন্ট অধিবেশন স্থগিত হতে যাচ্ছে। দেশটি মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস মোকাবেলায় লড়াই চালিয়ে যাচ্ছে। এ প্রেক্ষাপটে এমন সিদ্ধান্ত নেয়া হচ্ছে।
প্রেসিডেন্ট শি জিনপিংসহ কমিউনিষ্ট পার্টির শীর্ষ নেতারা জাতীয় পিপলস কংগ্রেসের প্রতি বছরের সমাবেশে অংশ নেন। আর এ সমাবেশে দেশটির বিল ও বাজেট পাস করা হয়ে থাকে।
মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ায় চীনের পার্লামেন্ট স্থগিতের যথেষ্ট কারণ রয়েছে। এ পর্যন্ত ভাইরাসটিতে প্রায় ৮০ হাজার লোক আক্রান্ত হয়েছে এবং আড়াই হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। এনপিসি’র স্থায়ী কমিটি অধিবেশন বিলম্বিত করা হবে কিনা তা নিয়ে আলোচনার জন্যে সোমবার বৈঠকে বসতে যাচ্ছে। চীনের এ বার্ষিক অধিবেশন আগামী ৫ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।