চীনে নতুন করে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনিবার চীনের ন্যাশনাল হেলথ কমিশন বিষয়টি নিশ্চিত করেছে।
দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় ঝিলিন প্রদেশের শুলান শহরে নতুন করে ৫ জন করোনায় আক্রান্ত হন। করোনা সন্দেহে শহরটির ৮ হাজার বাসিন্দাকে কোয়ারেন্টাইনে নেওয়া হয়। এতে দুশ্চিন্তায় পড়েছে চীনের স্বাস্থ্য কর্তৃপক্ষ। খবর সিএনএনের।
বিশেষজ্ঞরা বলছেন, করোনার দ্বিতীয় ধাপের সংক্রমণের সম্ভাবনা এখনো রয়েই গেছে।
চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন রোববার জানিয়েছে, ঝিলিনের শুলান শহরে নতুন আক্রান্ত পাঁচজনের মধ্যে দুইজন বাইরে থেকে আসা। এতেই নতুন করে সংক্রমণ ঘটছে বলে নিশ্চিত হওয়া গেছে। ৩ জন স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছে। ৩ জনের সবাই উত্তর পূর্বাঞ্চলের ঝিলিন শহরের বাসিন্দা।
এ পরিস্থিতিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সবাইকে শহরে অবস্থান করতে বলা হয়েছে। জরুরী প্রয়োজনে প্রত্যেক বাড়ির একজন বাইরে বের হতে পারবে। সবার করোনা টেস্ট হবে। নেগেটিভ না আসা পর্যন্ত কেউ শহর থেকে বাইরে যেতে পারবে না।
চীনা চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন, এখনো করোনার দ্বিতীয় ধাপের সংক্রমণের প্রবল সম্ভাবনা রয়েছে।
করোনা ভাইরাসে মৃত ও আক্রান্তের হিসেব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে, চীনে এ পর্যন্ত ৮২ হাজার ৯৪৭ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ হাজার ৬৩৩ জনের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



