Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : চীনের পূর্বাঞ্চলে একটি কারখানায় আগুন লেগে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এতে আহত হয়েছে আরও ৩ জন। দেশটির স্থানীয় কর্তৃপক্ষ সোমবার একথা জানায়।
দেশটির শিল্পখাতে এটি সর্বশেষ ভয়াবহ দুর্ঘটনা।
খবরে বলা হয়েছে, পূর্বাঞ্চলীয় ঝিজাং প্রদেশের নিংহাই জেলায় রুইকি ডেইলি নেসেসিটিজ কোম্পানীর মালিকানাধীন কারখানায় এ আগুন লাগে। এই ঘটনার তদন্ত চলছে বলে উল্লেখ করা হয়েছে।
দেশটিতে মঙ্গলবার কমিউনিস্ট শাসনের ৭০ বছর বার্ষিকী পালিত হচ্ছে। এর ঠিক আগে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটল।
এছাড়া জিয়াংজু প্রদেশে শনিবার বাস ট্রাক সংঘর্ষে ৩৬ জন নিহত হয়।
চীনে শিল্পখাতে দুর্ঘটনা খুবই সাধারণ একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। নিরাপত্তা জনিত নিয়ম কানুনগুলো তেমনভাবে মানা হয়না বলেই প্রায়ই এ ধরণের দুর্ঘটনা ঘটে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।