Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: চীনে রহস্যজনক সার্স ভাইরাসে বহুলোক আক্রান্ত হয়েছে। এতে এ পর্যন্ত দুই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে সরকারি কর্মকর্তা ও গবেষকগণ জানিয়েছেন। খবর এএফপি’র।
চীন কর্তৃপক্ষ জানায়, সিভিয়ার অ্যাকুইট রেসপিরেটরি সিনড্রম (সার্স) একটি নিউমোনিয়া সংশ্লিষ্ট ভাইরাস। মধ্যাঞ্চলীয় হুয়ান নগরীর একটি সামুদ্রিক খাদ্যের বাজার থেকে ছড়িয়ে পড়া এ রহস্যজনক ভাইরাসে ৪১ জন আক্রান্ত হয়েছে।
তবে লন্ডনের ইম্পিরিয়াল কলেজের এম আরসি সেন্টার ফর
গ্লোবাল ইনফেকশনস ডিজিজ এনালিসিস শুক্রবার সংবাদপত্রে প্রকাশিত এক প্রতিবেদনে বলেছে, হুয়ান নগরীতে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়িয়ে যেতে পারে।
বিশ্বস্বাস্থ্য সংস্থা ও অন্যান্য সংস্থার পরামর্শক এবং ওই কেন্দ্রটির বিজ্ঞানীরা বলেছেন, ১২ জানুয়ারি পর্যন্ত হুয়ানে আক্রান্তের সংখ্যা ১,৭২৩ জন হতে পারে। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।