Advertisement
  
  আন্তর্জাতিক ডেস্ক : চীনে এখন চলছে গ্রাম পুনর্জীবনের ধারা। এই ধারায় গ্রামীণ অর্থনীতিকে জাগিয়ে তোলা হচ্ছে। গ্রামের কৃষিতে এসেছে নতুন প্রাণের জোয়ার।

দক্ষিণ পশ্চিম চীনের ছোংছিং এর ফংশুই মিয়াও এবং থুচিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের ছাংশেং টাউনের কৃষিক্ষেত্রগুলোতে একই সঙ্গে দুটি ফসলের চাষ করা হচ্ছে।
সারিবদ্ধভাবে উঁচু ও নিচু দৈর্ঘ্যের ফসল চাষ করা হচ্ছে। একই ক্ষেতে ধান ও কোলে ফসলের চাষ চলছে।
ক্যানোলা ফুল ফুটেছে মাঠে। দ্বি-ফসলের জন্য গ্রামের চাষিদের আয় বৃদ্ধি পেয়েছে। হলুদ ফুলের কারণে কৃষিক্ষেত্রের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে।
এতে গ্রাম পর্যটনও চাঙা হয়ে উঠেছে। আয় বাড়ছে গ্রামবাসীর। জেগে উঠছে গ্রাম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



