আন্তর্জাতিক ডেস্ক: গেল সপ্তাহে ‘বন্দে ভারত’ মিশনের এয়ার ইন্ডিয়ার বিমানে করোনা আক্রান্ত ১৯ জন ভারতীয় শনাক্ত হওয়ায় আপাতত চীনে ঢুকতে পারবেন না কোনও ভারতীয়। বৃহস্পতিবার (৫ নভেম্বর) এ বিষয়ে নির্দেশনা জারি করেছে বেইজিং।
বৃহস্পতিবার এক টুইটবার্তায় ভারতের চীনা দূতাবাস জানিয়েছে, কোভিড-১৯-এর কারণে ভারতীয় নাগরিকদের (বৈধ ভিসা বা চীনের রেসিডেন্ট পারমিট থাকলেও) চীন প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভারতে থাকা চীনা দূতাবাস বা কনস্যুলেট এই ক্যাটাগরির কর্মীদের স্বাস্থ্য বিষয়ক পত্রও সরবরাহ করবে না।
ভারতীয় একটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, একই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ব্রিটেন, বেলজিয়াম ও ফিলিপিন্সের বাসিন্দাদের জন্যও। যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও জার্মানির বাসিন্দাদের শারীরিক পরীক্ষা আরও কঠিন করা হয়েছে।
বেইজিং জানিয়েছে, করোনা পরিস্থিতি সামাল দিতেই সাময়িক এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কবে এই নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে তা পরে ঘোষণা করে জানানো হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।