বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বিশ্ববাজারে নতুন ফোল্ডেবল ফোন নিয়ে এসেছে চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। প্রতিষ্ঠানটির দ্বিতীয় ফোল্ডেবল ফোন এটি, যার মডেল শাওমি মিক্স ফোল্ড ২। বাজারে আসতে না আসতেই রেকর্ড গড়ে ফেললো শাওমি মিক্স ফোল্ড ২ (Xiaomi MIX Fold 2)। বিক্রি শুরুর মাত্র ৫ মিনিটের মাথায় সকল ইউনিট বিক্রি হয়ে গেছে!
ইতোমধ্যেই কম দামে উন্নতমানের ফোন বানিয়ে ব্যাপক জনপ্রিয় হয়েছে চীনের এই মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। চীন দখল করে এখন বিশ্ব বাজারও শাওমির দখলে।
প্রযুক্তি বিষয়ক সাইটগুলো জানাচ্ছে, বিক্রির ঘোষণা দেয়ার ৫ মিনিটের মধ্যে সব কয়টা ইউনিট শাওমি মিক্স ফোল্ড ২ বিক্রি হয়ে গেছে। তবে কত গুলো ইউনিট বিক্রি হয়েছে তা জানা যায়নি ।
শাওমি মিক্স ফোল্ড ২টি রয়েছে ৮.০২ ইঞ্চির এলটিপিও২ ওলেড মেইন ডিসপ্লে, আবার যখন ফোল্ড অবস্থায় থাকবে তখন ৬.৫৬ ইঞ্চির ডিসপ্লে অ্যামোলেড ডিসপ্লে দেখাবে। ডিসপ্লেকে সুরক্ষা প্রদান করবে এতে থাকা গরিলা গ্লাস ভিক্টাস। ফোনটির ডিসপ্লে রিফ্রেশ রেট ১২০ হার্জ।
উন্নত পারফরম্যান্সের জন্য এতে রয়েছে কোয়ালকমের শক্তিশালী স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপসেট। ১২জিবি র্যামের ফোনটিতে রমের দুটি ভ্যারিয়েন্ট রয়েছে- ২৫৬জিবি এবং ১ টেরাবাইট।
ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে শাওমির নতুন ফোল্ডেবল ফোনটিতে। ৫০ মেগাপিক্সেল মেইন সেন্সরে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন ও লাইকা অপটিকস রয়েছে। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে রয়েছে একটি ১৩ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, একটি টেলিফটো ক্যামেরা, যা ২ এক্স অপ্টিক্যাল জুম সাপোর্ট করে। এতে রয়েছে ৮কে ভিডিও রেকর্ড করার সুবিধা।
৪৫০০ এমএএইট ব্যাটারির শাওমি মিক্স ফোল্ড ২ ফাস্ট চার্জিং সাপোর্ট করে ৬৭ ওয়াটের। গুগলের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ১২ চালিত ফোনটির ১২জিবি র্যাম ও ২৫৬জিবি রমের ভ্যারিয়েন্টি ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।