Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : চীনের উত্তরাঞ্চলীয় শানঝি প্রদেশে একটি রেস্তোরাঁ ধসে কমপক্ষে ১৩ জন নিহত ও অর্ধশত মানুষ আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার সকালে জিয়ানফেন পল্লীতে ওই দোতলা রেস্তোরাঁটি ধসে পড়ে। খবর আরব নিউজের।
ধ্বংসস্তুপের নিচ থেকে ১৩ জনের মরদেহ এবং কমপক্ষে ৪৩ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। উদ্ধার কাজে ৭ শতাধিক কর্মী অংশ নিয়েছেন। ভবনটি ধসে পড়ার কারণ জানা যায়নি। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তুপের নিচে এখনও তল্লাশি চালিয়ে যাচ্ছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।