
আন্তর্জাতিক ডেস্ক : চীন থেকে কেনা ১০ লাখ কেএন৯৫ মাস্ক যথাযথ মানসম্পন্ন নয় বলে জানিয়েছে কানাডার সরকার। তাই এসব মাস্ক করোনাভাইরাস মোকাবিলার যুদ্ধে সামনের সারিতে থাকা স্বাস্থ্যকর্মীদের মাঝে বিতরণ করেনি তারা।
পাবলিক হেলথ এজেন্সি অব কানাডার এক মুখপাত্র এএফপিকে জানিয়েছেন, স্বাস্থ্যসেবায় নিয়োজিতদের জন্য সুনির্দিষ্ট মান অনুযায়ী তৈরি করা হয়নি এমন মাস্কের সংখ্যা প্রায় ১০ লাখ।
“তাই এই সরঞ্জামগুলো রাজ্য ও অঞ্চলগুলোতে নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের মাঝে বিতরণ করা হয়নি। স্বাস্থ্যকর্মীদের বাইরে যারা আছেন তাদের মাঝে এসব কার্যকরী হবে কি-না তা মূল্যায়ন করে দেখা হচ্ছে।”
চীনের তৈরি কেএন৯৫ মাস্ক অনেকটা এন৯৫ মাস্ক ও ইউরোপ জুড়ে ব্যবহৃত এফএফপি২ মাস্কের মতোই।
কানাডার পাবলিক সার্ভিসেস অ্যান্ড প্রকিউরমেন্ট মন্ত্রী অনিতা আনন্দ বলেন, “এসব পণ্যের বিশ্ব সরবরাহের বেশির ভাগ চীনেই তৈরি হয়। তাই ওই দেশের বাইরে থেকে এসব উপকরণ আনা খুবই জটিল।”
উল্লেখ্য, ২০১৮ সালের ডিসেম্বরে কানাডায় চাইনিজ টেলিকম জায়ান্ট হুয়াওয়ের নির্বাহী মেং ওয়াংজুকে গ্রেপ্তারের পর থেকে অটোয়া ও বেইজিংয়ের মধ্যে সম্পর্ক তেমন ভালো যাচ্ছে না।
অনিতা আনন্দ জানান, শ্বাসপ্রশ্বাস কাজে ব্যবহৃত অন্যান্য সামগ্রী ও এন৯৫ মাস্কও পরীক্ষা করে দেখছে পাবলিক হেলথ এজেন্সি।
এরই মধ্যে কানাডায় নিজেদের উৎপাদিত মাস্ক ও অন্যান্য মেডিকেল সরঞ্জামাদি উৎপাদন বাড়ানো হয়েছে। এ ব্যাপারে চলতি সপ্তাহে কানাডার আরও তিনটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করা হয়েছে। তারা ১ কোটি ৬০ লাখ ‘মেডিকেল ফেসশিল্ডস’ তৈরি করবে।
কানাডীয় কোম্পানি জেনারেল মটরস জানিয়েছে, কানাডা সরকারের জন্য প্রতি মাসে তারা ১০ লাখ মাস্ক তৈরির কাজ শুরু করেছে।
এপ্রিলের শুরুতেই কানাডা ১ কোটির বেশি মাস্কের একটি চালান গ্রহণ করে। সেই সঙ্গে আরও ৬ কোটির বেশি এন৯৫ মাস্কের অর্ডার করে রাখা হয়েছে বলে জানানো হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



