চীন-ভারতের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে রুশ মন্ত্রীর ফোনালাপ, আলোচনা হলো যা নিয়ে

রুশ প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার জানিয়েছে, রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু ভারত ও চীনের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন।
রুশ প্রতিরক্ষামন্ত্রী
রুশ মন্ত্রণালয় জানিয়েছে প্রতিরক্ষামন্ত্রী সোইগু চীন-ভারতের মন্ত্রীদের সঙ্গে ইউক্রেনের সম্ভাব্য ‘ডার্টি বোমা হামলা’ নিয়ে কথা বলেছেন।

রোববার ন্যাটোভুক্ত বেশ কয়েকটি দেশের প্রতিরক্ষামন্ত্রীদের সঙ্গে কথিত ডার্টি বোমা হামলা নিয়ে কথা বলেন সোইগু। এরপর ভারত ও চীনের মন্ত্রীদের সঙ্গেও কথা বললেন তিনি।

রাশিয়ার প্রেসিডেন্ট দপ্তরের মুখপাত্র দিমিত্রি পেসকোভ জানিয়েছেন, ডার্টি বোমা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে একটি কার্যকরী পদক্ষেপ চায় রাশিয়া।

এদিকে ভারতের সরকারের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগুকে বলেছেন, যুদ্ধে কোনো পক্ষের পারমাণবিক অস্ত্র ব্যবহার করা উচিত হবে না।

ভারতের দেওয়া বিবৃতি অনুযায়ী রাজনাথ সিং আরও বলেছেন, পারমাণবিক অস্ত্র ও রেডিওলিজিক্যাল বোমা ব্যবহার মানবতার নীতির বিরুদ্ধে যায়।

তাছাড়া আলোচনা ও কূটনীতির মাধ্যমে দ্রুত যুদ্ধ বন্ধ করারও আহ্বান জানিয়েছেন রাজনাথ সিং।

এদিকে গত কয়েকদিন ধরে রাশিয়া দাবি করে আসছে ইউক্রেন নিজ দেশে ডার্টি বোমার বিস্ফোরণের পরিকল্পনা করছে।

সূত্র: দ্য গার্ডিয়ান