জুমবাংলা ডেস্ক : চীন এবং ভিয়েতনামের ১৫ নাবিকসহ পানামার পতাকাবাহী একটি কার্গো নিখোঁজের ঘটনা ঘটেছে। ভিয়েতনামের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, নিখোঁজ জাহাজটি ডুবে গেছে এবং এখন পর্যন্ত ১৫ নাবিকের কোন সন্ধান পাওয়া যায়নি।
‘জিন হং’ নামের একটি বিশাল কার্গো জাহাজ মালয়েশিয়া থেকে ‘কাদামাটি’ নিয়ে হংকং-এর দিকে যাত্রা করছিল। এসময় সাগর উত্তাল হয়ে পড়ে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) ভিয়েতনামের বিন থুয়ান-এ চীনের ১১ এবং ভিয়েতনামের ৪ নাবিক নিয়েই জাহাজটি সাগরে ডুবে যায়। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ৭ হাজার ৮শ টন কাদামাটি নিয়ে জাহাজটি ডুবে যায়।
জাহাজটি বিপদের আভাস পেয়ে সংকেত পাঠায় বলেও জানা গেছে। কিন্তু এর কিছুক্ষণের মধ্যে এ দুর্ঘটনা ঘটে। নাবিক এবং জাহাজের সন্ধানে সাগরে উদ্ধারকারী দল পাঠিয়েছে ভিয়েতনাম সরকার। সাগরের বিভিন্ন স্থানে তল্লাশি শুরু হলেও এখনো কোন হদিস পাওয়া যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।