জুমবাংলা ডেস্ক : আন্তজার্তিক অপরাধ ট্রাইবুনালে মামলা পরিচালনার জন্য একজন চীফ প্রসিকিউটর ও চারজন প্রসিকিউটর নিয়োগ দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
গত বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
এদের মধ্যে সুপ্রীম কোর্টের আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলামকে চীফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তিনি অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা পাবেন।
প্রসিকিউটর পদে নিয়োগ পাওয়ারা হলেন, আইনজীবী মো. মিজানুল ইসলাম, গাজী মোনাওয়ার হুসাইন তামিম, বি এম সুলতান মাহমুদ ও আব্দুল্লাহ আল নোমান।
এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
প্রসঙ্গত, এর আগে আমার বাংলাদেশ (এবি) পার্টি থেকে পদত্যাগ করেন মোহাম্মদ তাজুল ইসলাম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।