চুক্তির জন্য সদিচ্ছার প্রমাণ দিতে হবে আমেরিকাকে : ইরান

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় আমরা একটি চুক্তির কাছাকাছি রয়েছি তবে শেষ মুহূর্তে এখন আমেরিকাকে তার দাবিকৃত সদিচ্ছার প্রমাণ দিতে হবে।তিনি সোমবার সন্ধ্যায় ইরাকি পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেইনের সঙ্গে এক টেলিফোনালাপে একথা জানান। খবর পার্সটুডে’র।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের যে সংলাপ চলছে তাতে গত ১১ মার্চ থেকে সাময়িক ঘোষণা করা হয়েছে।

আব্দুল্লাহিয়ান তার ইরাকি সমকক্ষকে বলেন, অল্প কিছু অতি গুরুত্বপূর্ণ বিষয়ে এখনও দু’পক্ষের মধ্যে সমঝোতা হয়নি। এ ব্যাপারে ইরানের পক্ষ থেকে ইউরোপীয় মধ্যস্থতাকারীদের মাধ্যমে আমেরিকার কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। এখন আমেরিকাকে এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে এবং দেশটি যে সদিচ্ছার দাবি করে আসছে তার প্রমাণ দিতে হবে।

ইরাক ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীরা এই টেলিফোনালাপে রিয়াদ-তেহরান আলোচনা এবং ইউক্রেন যুদ্ধের মতো আরো কিছু আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে কথা বলেন। এর আগে সম্প্রতি মিউনিখ নিরাপত্তা সম্মেলনের অবকাশে ফুয়াদ হোসেইনের সঙ্গে বৈঠক করেছিলেন আমির-আব্দুল্লাহিয়ান। সেখানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আলোচনা চালিয়ে যেতে ইরান প্রস্তুত রয়েছে। এখন বিষয়টি পুরোপুরি রিয়াদের ওপর নির্ভর করছে। ইরাকের মধ্যস্থতায় সৌদি আরবের সঙ্গে এ পর্যন্ত ইরানের কয়েক দফা বৈঠক হয়েছে।