বিনোদন ডেস্ক : এবার একসঙ্গে শহর ছাড়লেন মালাইকা আরোরা এবং অর্জুন কাপুর। মুম্বাই বিমানবন্দরে একসঙ্গে দেখা যায় তাঁদের। তবে একসঙ্গে কোথায় যাচ্ছেন, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি। তবে মালাইকা এবং অর্জুন কাপুর একসঙ্গে ঘুরতে শীতের কোনও দেশে যাচ্ছেন বলেই মত সংবাদমাধ্যমের।
ছবিতে মালাইকা আরোরাকে একটি লাল রঙের লেদার প্যান্ট পরতে দেখা যাচ্ছে। সেই সঙ্গে তাঁর পরনে একটি মানানসই টপও রয়েছে। মালাইকার পাশাপাশি অর্জুন কাপুরের পরনেও একটি লেদার জ্যাকেট রয়েছে বলেই দেখা যাচ্ছে। তবে তাঁদের গন্তব্য কোথায়, সে বিষয়ে মুখ খুলতে দেখা যায়নি কাউকে।
সম্প্রতি অর্জুন কাপুর এবং মালাইকা আরোরাকে আরও একবার একসঙ্গে মুম্বাই ছাড়তে দেখা যায়। কিন্তু ওই সময় অর্জুন কাপুরের জন্মদিন উপলক্ষেই তাঁরা মুম্বাই ছেড়ে নিউ ইয়র্কে পাড়ি দিচ্ছিলেন বলে জানা যায়। অর্জুন এবং মালাইকাকে একসঙ্গে বার বার দেখা গেলেও, তাঁরা কবে বিয়ে করছেন, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি কেউই। তবে এই মুহূর্তে তাঁদের বিয়ে করার কোনও পরিকল্পনা নেই বলে সম্প্রতি জানান মালাইকা আরোরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।