জুমবাংলা ডেস্ক : চুয়াডাঙ্গা শহরের একটি কবরস্থান থেকে হাত-পা বাঁধা ও অচেতন অবস্থায় এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার দেহের পাশ থেকে সেনাবাহিনীর লোগো সংবলিত একটি জ্যাকেট ও সেনাবাহিনীর পোশাকের কিছু অংশ পাওয়া গেছে।
শনিবার (১১ জানুয়ারি) দুপুরে কবরস্থান থেকে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
তবে যুবকটি সেনাসদস্য নয় বলে নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সেনাক্যাম্পের অ্যাডজুট্যান্ট মেজর জাহাঙ্গীর আলম।
জানা গেছে, অজ্ঞান অবস্থায় পাওয়া ওই যুবকের নাম শরিফুল ইসলাম শান্ত। তিনি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার সরাজপুর-মানিকপুর ইউনিয়নের ভিলিয়ার পাড়া গ্রামের ফজল করিমের ছেলে।
পুলিশ জানায়, শনিবার বেলা পৌঁনে ১২টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে জানা যায় শহরের জান্নাতুল মাওলা কবরস্থানের বাগানের মধ্যে হাত-পা বাঁধা ও অচেতন অবস্থায় এক ব্যক্তি পড়ে আছেন। পরে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে যুবককে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পর একটু সুস্থতাবোধ করলে নিজের নাম শরিফুল ইসলাম শান্ত বলে জানায় ওই যুবক।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান জানান, ঘটনাস্থল থেকে সেনাবাহিনীর লোগোযুক্ত শীতের পোশাক ও হাত থাকা ঘড়ি দেখে তাকে সেনা সদস্য বলে ধারণা করা হয়েছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।