জুমবাংলা ডেস্ক : রাজধানীর মহাখালীর একটি চুরির ঘটনায় রাজধানীর কাফরুল থানার ভেতরে প্রেস ব্রিফিং চলছিল। ঠিক তখন সেখানেই এক পুলিশ কর্মকর্তার মোবাইল চুরি হয়েছে। ওই কর্মকর্তা রাজধানীর মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার এম এম মাঈনুল ইসলাম।
পরে মোবাইল চোরকে শনাক্ত করতে থানার ভেতরে থাকা সিসিটিভি ফুটেজগুলো চেক করে পুলিশ। এ ঘটনায় করা একটি ভিজ্যুয়াল প্রতিবেদন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।
Advertisement
এর আগে, মহাখালীতে ৩৭ লাখ টাকা চুরির ঘটনার ওই ব্রিফিং করা হয়। একটি দোকানের কর্মচারী দোকানের তালা ভেঙে ওই চুরি করেন বলে জানায় পুলিশ। এরপরেই অভিযুক্ত পলাতক হন। পরে তাকে গাইবান্ধা থেকে গ্রেফতার করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।