
৪৭ বছর বয়সী এশীয় বংশোদ্ভূত ওই গৃহকর্মী যে নারীর বাসায় কাজ করতেন সেখান থেকে গহনা চুরি করতেন তিনি। এগুলোর মালিক জানান, কয়েক বছর ধরে তার এবং তার মেয়ের গহনা নিখোঁজ হতে থাকে। কিন্তু এ ব্যাপারে কিছুই জানেন না বলে দাবি করতেন ওই গৃহকর্মী।
তিন বছর আগে ওই নারীর বাড়িতে কাজ ছাড়েন ওই গৃহকর্মী। কিন্তু সম্প্রতি ওই বাড়ি থেকে চুরি করা গহনা পরে ছবি তোলেন সেই গৃহকর্মী। আর সেগুলো ফেসবুকে পোস্ট করেন। এরপরই ওই বাড়ির সদস্যের নজরে আসে বিষয়টি।
জানা গেছে, ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত ওই বাড়িতে কাজ করতেন ওই গৃহকর্মী। চলতি বছরের এপ্রিল মাসে ওই বাড়ির সদস্যরা ফেসবুকে তাদের সাবেক গৃহকর্মীর কিছু ছবি দেখতে পান। সেখানে দেখা যায়, তাদের ‘হারিয়ে যাওয়া’ গহনা পরে রয়েছেন ওই গৃহকর্মী। এমনকি বাড়ির মালিকের মেয়ের নামের একটি স্বর্ণের চেইনও রয়েছে তার গলায়।
এরপরই ওই গৃহকর্মীর নামে পুলিশে অভিযোগ করেন ওই বাড়ির মালিক। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে চুরি যাওয়া কিছু গহনাও উদ্ধার করে তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



