জুমবাংলা ডেস্ক : প্রশস্ত সড়ক আর ক্লিন সিটি হিসেবে রাজশাহী মহানগরীর সুখ্যাতি থাকলেও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে শহরের ফুটপাথগুলো। গত চার মাসে চুরি হয়েছে সাড়ে চার শতাধিক স্ল্যাব। সড়কবাতির তারও নিয়ে গেছে দুর্বৃত্তরা। প্রশাসনের নিষ্ক্রিয়তায় চুরির ঘটনা বাড়ছে বলে অভিযোগ নগরবাসীর।
রাজশাহীর তেরখাদিয়া থেকে সিটিহাট মোড় পর্যন্ত ৫৭৫টি স্ল্যাবের সাড়ে চারশোই চুরি হয়ে গেছে। মাদকসেবীরা রাতের অন্ধকারে এগুলো তুলে নিয়ে যাচ্ছে। পরে বিক্রি করে দিচ্ছে ভাঙারির দোকানে।
স্থানীয়রা বলছেন, চুরি বাড়তে থাকায় অনিরাপদ হয়ে উঠেছে ফুটপাথে চলাচল। যেকোনো সময় দুর্ঘটনার শঙ্কা তাদের।
নগরীর একজন বাসিন্দা বলেন, ‘এদিকে কোনো স্ল্যাব নেই। সব চুরি করে ভেঙে বেচে দিয়েছে। নেশার টাকার জন্য চোররা চুরি করে এগুলো ভাঙারির দোকানে বিক্রি করছে। সিটি হাট পর্যন্ত ফুটপাতে একটাও স্লাব নাই। এতে দুর্ঘটনা ঘটছেই। এগুলো দিয়ে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।’
চুরি হচ্ছে সড়কবাতির তারও। সম্প্রতি চারটি সড়কের মাটির নীচ থেকে প্রায় ৯২০ মিটার বিদ্যুতের তার নিয়ে গেছে দুর্বৃত্তরা।
চুরির বিষয়ে এরইমধ্যে সাধারণ ডায়েরি করেছে সিটি করপোরেশন। নতুন স্ল্যাব বসানোর উদ্যোগের পাশাপাশি ওয়ার্ড সচিব ও কর্মচারীদের দিয়ে নজরদারিরও চেষ্টা চলছে। চুরি ঠেকাতে অভিযান চালানোর কথা জানিয়েছে পুলিশ।
রাজশাহী সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন বলেন, ‘এ বিষয়ে জিডি করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী তাদের কাজ করছে। আমাদের স্থাপনাগুলো মনে হচ্ছে চোরদের জন্য স্বর্গ রাজ্য।’
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সাবিনা ইয়াসমিন বলেন, ‘সড়কবাতির তার ও ফুটপাথের স্লাব চুরির দুটি অভিযোগ আমরা পেয়েছি। বোয়ালিয়া থানায় অভিযোগ করা হয়েছে। যারা এই কাজগুলো করছে, আমরা তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো।’
সড়ক বা ফুটপাথ নির্মাণের পাশাপাশি রক্ষণাবেক্ষণেও গুরুত্ব দেওয়ার দাবি নগরবাসীর।-ইন্ডিপেনডেন্ট টিভি
জরুরি সংস্কার শেষে দ্রুততম সময়ের মধ্যেই নির্বাচন : রিজওয়ানা হাসান
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।