চুলের স্টাইল বদলে নতুন লুকে শাহরুখ!

শাহরুখ খান

বিনোদন ডেস্ক : অনেকদিন ধরেই লম্বা চুলে দেখা গেছে শাহরুখ খানকে। তবে এবার চুলের স্টাইল বদলে ফেললেন অভিনেতা। আইফার প্রেস কনফারেন্সে দেখা দিলেন নতুন লুকে।

শাহরুখ খান

আইফা অ্যাওয়ার্ডসের জন্য মঙ্গলবার মুম্বাইয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ছোট চুলে ধরা দিলেন শাহরুখ। শুধু তাই নয়, মাথা ঢেকে রেখেছিলেন ক্যাপে।

শাহরুখের এই নতুন লুক দেখে জল্পনা ছড়িয়েছে ‘কিং’ ছবির জন্যেই সম্ভবত এই নতুন চুলের ছাট দিয়েছেন তিনি। নেটিজেনদের মতে, ‘বয়স যেন এক ধাক্কায় অনেকটা কমে গিয়েছে!’

এই অনুষ্ঠানে শাহরুখ খানকে অল ব্ল্যাক লুকে দেখা গেছে। তিনি ডি’ইয়াভোল লাক্সারি কালেক্টিভ ব্র্যান্ডের একটি কালো ক্যাপ পরেছিলেন।

একটি পাপারাজ্জি অ্যাকাউন্টে ইভেন্টের একটি ভিডিও শেয়ার করা হয়েছে, যেখানে শাহরুখকে অনুষ্ঠানে আসতে এবং সামনের সারির আসনের দিকে এগিয়ে যেতে দেখা যায়। অনুষ্ঠানে উপস্থিত রাণা ডাগ্গুবতীকে জড়িয়ে ধরেন তিনি। সেই অনুষ্ঠানে করণ জোহরকেও দেখা গিয়েছে। করণ এবং শাহরুখ দুজনেই মঞ্চে উঠে সাংবাদিকদের মুখোমুখি হন।

‘এখনই দৌড়ে গাড়িতে উঠে পড়’ মেয়ে আরাধ্যাকে এমন কেন বললেন ঐশ্বরিয়া?

আবুধাবিতে ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস (আইফা) ২০২৪-এর ২৪তম আসর বসতে চলেছে। ২৭ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত, তিন দিনব্যাপী চলবে আইফা ২০২৪। শাহরুখ ও করণের সঙ্গে এই অনুষ্ঠানের সহ-সঞ্চালনা করবেন ভিকি কৌশল।

সূত্র: হিন্দুস্তান টাইমস