জুমবাংলা ডেস্ক: চুয়াডাঙ্গা জেলায় আজ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর উপজেলা চত্বরে সকাল সাড়ে দশটার দিকে ওই অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা কৃষি বিভাগ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দার ছেলুন কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর,সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গরীব রুহানী মাসুম, মহিলা ভাইস চেয়ারম্যান শাহাজাদী মিলি, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোসেন, খাদিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোজাহিদুল ইসলাম জোয়ার্দ্দার লোটাস প্রমুখ। উপজেলা কৃষি কর্মকর্তা তালহা জুবায়ের মাসরুরের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভূইয়া। সভায় কৃষকদের মধ্যে থেকে বক্তব্য রাখেন গাড়াবাড়িয়া গ্রামের কৃষক আব্দুল লতিফ। অনুষ্ঠানের প্রধান অতিথি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দার ছেলুন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখতেন একটি ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গড়ার। এখন তার স্বপ্ন পূরণ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সদর উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে, ২০২১-২০২২ অর্থ বছরে রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২ হাজার ৫৮৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ৩০ লাখ টাকার কৃষি উপকরণ বিতরণ করা হয়ছ। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।