স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ যেখানেই খেলুক না কেন, তাদের সমর্থক থাকবে না, তা কী করে হয়! প্রতিবেশী দেশ ভারতে বাংলাদেশি সমর্থকদের উপস্থিতি তাই স্বাভাবিক ব্যাপার। তবে এবার ভিসা জটিলতায় বাংলাদেশি দর্শকদের উপস্থিতি খুব একটা থাকবে না বলেই ধরে নেওয়া হচ্ছে। বাংলাদেশ দলের সমর্থক রবিউল ইসলাম রবি (টাইগার রবি) তবু গেছেন ভারতে। কিন্তু আজ চেন্নাই টেস্টের প্রথম দিনেই এমএ চিদাম্বরম স্টেডিয়ামে তিক্ত এক অভিজ্ঞতাই হয়েছে তাঁর।
অভিযোগ উঠেছে, গ্যালারিতে থাকা ভারতীয় সমর্থকেরা রবিকে স্টেডিয়াম ছাড়তে বাধ্য করেছেন! সকালে হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়ে একে একে রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি যখন ড্রেসিংরুমে ফিরছিলেন, তখন নিজ দল বাংলাদেশকে সমর্থন জানাতে গ্যালারিতে উচ্চ স্বরে ‘বাংলাদেশ–বাংলাদেশ’ বলে স্লোগান দিতে থাকে। ঠিক তখনই ভারতীয় কিছু সমর্থকদের রোষানলে পড়েন রবি। স্বাগতিক দর্শকদের প্রশ্নবিদ্ধ আচরণে না টিকতে পেরে লাঞ্চের আগেই মাঠ থেকে বের হয়ে যেতে হয় তাঁকে।
স্টেডিয়াম থেকে বেরিয়ে যাওয়ার সময় রবি জানান, মুশফিকুর রহিমের কাছ থেকে টিকিট নিয়ে খেলা দেখতে এসেছিলেন তিনি। তাঁর অভিযোগ, ভারতীয় সমর্থকেরা তাঁকে অকথ্য ভাষায় গালাগালি করেছেন এবং মাঠ থেকে বেরিয়ে যেতে বাধ্য করেছেন। স্বাগতিক দর্শকদের এমন আচরণে তিনি হতাশ ও বিরক্ত। একপর্যায়ে নিজের নিরাপত্তার কথা চিন্তা করেই স্টেডিয়াম থেকে বেরিয়ে যান। সূত্র : আজকের পত্রিকা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।