চেয়ারপারসন হলেন মৌসুমী, পরিচালক পদে ওমর সানী

বিনোদন ডেস্ক: বড় ছেলের কোম্পানিতে জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীকে বানানো হলো চেয়ারপারসন আর বাবা ওমর সানীকে পরিচালক পদে।

ফারদিন এহসান কক্সবাজারে একটি পাঁচতারা হোটেল নির্মাণ করছেন। এহসান গ্রুপ অব কোম্পানিস ও সমুদ্র সোহাগ প্রাইভেট লিমিটেডের উদ্যোগে নির্মিত হতে যাচ্ছে এই পাঁচতারা হোটেল। এই হোটেলের নাম স্যান্ডি ল্যান্ড। ছেলে এহসান মা আরিফা পারভিন জামান মৌসুমীকে এই হোটেলের চেয়ারপারসন বানালেন। আর বাবা ওমর সানীকে বানালেন পরিচালক।

সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসব জানান ছেলে ফারদিন এহসান। নিজের ফেসবুকে এসব বিষয় শেয়ার করেছেন এহসান। সেখানে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর ও অভিনন্দন বার্তার ছবি পোস্ট করে এহসান বলেন, ‘কক্সবাজারে আমাদের প্রথম পাঁচতারা হোটেল স্যান্ডি ল্যান্ডের নির্মাণ ও বিক্রয় কাজের উদ্বোধন ঘোষণা করে এহসান গ্রুপ অব কোম্পানিজ এবং সমুদ্র সোহাগ প্রাইভেট লিমিটেড।’

এহসান বলেন, ‘আজ আমাকে এক্সিকিউটিভ ডিরেক্টর এবং সিইও হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আর আমার মা সবচেয়ে গুরুত্ববহ ভূমিকায় সম্মানিত চেয়ারপারসনের দায়িত্ব পালন করবেন। আমি স্যান্ডি ল্যান্ডের সব সম্মানিত বোর্ড অব ডিরেক্টরস এবং সম্মানিত এমডিকে সাধুবাদ জানাই। আমাদের সম্মানিত ডিরেক্টর হওয়ার জন্য বাবা ওমর সানীকে ধন্যবাদ।’

সবার দোয়া চেয়ে বলেন, ‘সব সময়ের মতো আমাদের জন্য দোয়া রাখবেন।’

এক নায়ক উদ্ধার করলেন আরেক নায়ককে