জুমবাংলা ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় স্থগিত হয়ে গেছে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হকের ওয়াজ মাহফিল। উপজেলার ‘বাদৈর ছাত্র উলামা ইসলামী সেবা পরিষদ’-এর উদ্যোগে ‘ঐতিহাসিক শানে রিসালাত (সা.) সম্মেলন’ নামে এই মাহফিলটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে উপজেলা চেয়ারম্যান রাশেদুল কায়সার জীবনের সম্মতি ছাড়াই তাকে প্রধান অতিথি ঘোষণা করে প্রচারণা চালানো হয়। পরে চেয়ারম্যানের হস্তক্ষেপেই মাহফিলটি স্থগিত হয়ে যায়।
স্থানীয় সূত্র জানা গেছে, উপজেলার বাদৈর গ্রামে অনুষ্ঠিতব্য মাহফিলে আলোচিত হেফাজত নেতা আল্লামা মামুনুল হকের উপস্থিত থাকার কথা ছিল। এছাড়াও সেখানে আল্লামা জুনাইদ আল হাবীব ও খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকেও আমন্ত্রণ জানানো হয়। সম্মেলনের আয়োজকরা প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কায়সার জীবনের নাম দিয়ে তড়িঘড়ি পোস্টার ছাপিয়ে দেয়। আলোচিত এই বক্তার অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যানের উপস্থিতির বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে নিন্দার ঝড় ওঠে।
বিষয়টি চেয়ারম্যান জীবনের নজরে এলে তিনি দ্রুত আয়োজক এবং প্রশাসনের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য বলেন। পরে আয়োজকদের সঙ্গে বৈঠকে বসে উপজেলা ও পুলিশ প্রশাসন। বৈঠকে উপস্থিত সবার সম্মতিক্রমে মাহফিল স্থগিত করা হয়।
এ বিষয়ে কসবা উপজেলা চেয়ারম্যান রাশেদুল কায়সার জীবন ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘অনুষ্ঠানের বিষয়ে আয়োজকদের সঙ্গে আমার কোনো কথা হয়নি। অথচ তারা না জানিয়েই আমাকে মাহফিলের প্রধান অতিথি করে। স্থানীয় নেতাকর্মীদের মাধ্যমে বিষয়টি জেনে আমি প্রশাসনকে ব্যবস্থা নিতে বলেছি। প্রশাসন স্টেজসহ সবকিছু বন্ধ করে দিয়েছে।’
একটি মহল বিষয়টিকে ‘রং ছড়িয়ে নানারূপ দেয়ার চেষ্টা করছে’ বলে অভিযোগ করেন এই চেয়ারম্যান।
এ বিষয়ে কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর ভূইয়া বলেন, ‘এই মাহফিলের বিষয়ে আয়োজকরা মৌখিকভাবে জানায়। পুলিশের পক্ষ থেকে মাহফিল করতে কোনো অনুমতি দেয়া হয়নি। মাহফিলটি বাতিল হয়ে গেছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।