জুমবাংলা ডেস্ক : চেয়ারম্যান হিসেবে নয়, জেকেজি হেলথ কেয়ারের আহ্বায়ক হিসেবে ডা. সাবরিনা চৌধুরীর সম্পৃক্ততা পাওয়া গেছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২২ জুলাই) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন এ তথ্য জানান।
ডিমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আব্দুল বাতেন বলেন, ‘এ মামলায় আমরা দ্রুতই চার্জশিট দিতে পারবো।’
গ্রেফতারের আগে বিভিন্ন গণমাধ্যমে ডা. সাবরিনা নিজেকে জেকেজির চেয়ারম্যান পরিচয় দিলেও ডিবির তদন্তে তার প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন আব্দুল বাতেন। তিনি বলেন, ‘চেয়ারম্যান হিসেবে কোনও ডকুমেন্ট আমরা পাইনি। তবে আহ্বায়ক হিসেবে সম্পৃক্ত থাকার কাগজ পাওয়া গেছে।’
করোনা পরীক্ষার রিপোর্ট জালিয়াতির মামলার সাবরিনা দুই দফা রিমান্ড শেষে বর্তমানে কারাগারে রয়েছেন। গত ১২ জুলাই দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও জোনের একটি টিম তাকে গ্রেফতার করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।