স্পোর্টস ডেস্ক : ভারতের জাতীয় দলের প্রধান নির্বাচক থাকাকালীন তার কাছে বহুবার মহেন্দ্র সিং ধোনির ক্যারিয়ার নিয়ে প্রশ্ন করা হয়েছিল। কিন্তু এমএসকে প্রসাদ সেই সব প্রশ্নের জবাব দেননি। মেয়াদ শেষ হওয়ার পর যেহেতু আর প্রটোকলের চিন্তা নেই, তাই প্রসাদ এবার মুখ খুললেন ধোনিকে নিয়ে। তার মতে, ধোনি স্বয়ং নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন।
বিশ্বকাপ সেমিফাইনালের পর থেকে ধোনিকে দেশের জার্সিতে ক্রিকেট মাঠে আর দেখা যায়নি। তার অবসর নিয়ে শুরু হয় জল্পনা। ধোনি আগে বলেছিলেন, জানুয়ারি পর্যন্ত তাকে এই নিয়ে কেউ যেন কোনো প্রশ্ন যেন না করেন। জানুয়ারি পেরিয়ে ফেব্রুয়ারি চলে আসলেও পরিস্থিতি একইরকম আছে। প্রসাদ বলছেন, ‘ব্যক্তিগত ভাবে আমি ধোনির বড় ভক্ত। ওর ভবিষ্যৎ নিয়ে ধোনি নিজেই সিদ্ধান্ত নেবে। আমরা তরুণ প্রতিভাদের সুযোগ করে দিচ্ছি। বেশিদিন যাতে ওরা খেলতে পারে, সে দিকে আমরা নজর রাখছি।’
ভারতের অধিনায়ক হিসেবে ধোনি প্রায় সবকিছুই অর্জন করে ফেলেছেন। দুইটি বিশ্বকাপ শিরোপা এনে দিয়েছেন দেশকে। তার অসাধারণ নেতত্ব এবং প্রখর ক্রিকেট জ্ঞান বরাবরই প্রশংসিত হয়েছে। সেই প্রসঙ্গ উত্থাপন করে প্রসাদ বলছেন, ‘দুটি বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ধোনি। ওকে নিয়ে কেউই প্রশ্ন তুলতে পারবে না। এটা উচিতও নয়। নিজের ক্যারিয়ার নিয়ে সিদ্ধান্ত মাহিই নেবে। নির্বাচক হিসেবে আমাদের কাজটা ছিল এগিয়ে যাওয়া এবং পরবর্তী প্রজন্মের প্রতিভা খুঁজে বের করে তাদের খেলার সুযোগ করে দেওয়া। আমি সেটাই করে এসেছি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।